Connect with us

Bangla Serial

Anurager Chhowa: মিশকার সন্তানকে সূর্য কোলে তুলে নিল! অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নয়া মোড়

Published

on

mishka and surjo in anurager chhowa

সূর্য দীপা ও মিশকার সম্পর্কে টানাপোড়েন নিয়ে রমরমিয়ে চলছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। টিআরপি তালিকায়ও এক নম্বরে জায়গায় করে নিয়েছে এই ধারাবাহিক। প্রতি এপিসোডেই গল্পে আসছে নয়া টুইস্ট। যাকে বলে একেবারে জমে ক্ষীর।

আবারও ধারাবাহিকে এসেছে নয়া মোড়। ফের গল্পে ফিরে এসেছে মিশকা। অর্থাৎ, জেল থেকে ছাড়া পেয়েছে সে। আর বেরিয়েই গোটা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, সূর্যের সন্তান রয়েছে তাঁর গর্ভে। এবং সমস্ত রকম টেস্টের মাধ্যমে তা নাকি প্রমাণিত। আইভিএফ পদ্ধতিতে মা হয়েছে সে।

এই ঘটনার জেরেই টান টান উত্তেজনা সেমগুপ্ত পরিবারে। একপ্রকার বাধ্য হয়েই তাই বন্ড পেপারে সই করতে বাধ্য হয়েছে সূর্য। মানে মিশকার সন্তানকে নিজের সন্তান হিসেবেই স্বীকৃতি দেবে সে।

আরও পড়ুনঃ বাবাকে নিয়ে দাদাগিরিতে ‘রাঙা বউ’ শ্রুতি! কেঁদে ফেললেন হাউমাউ করে

আজকের এপিসোডেও থাকবে নতুন আকর্ষণ। সেনগুপ্ত বাড়িতে বইছে আনন্দের জোয়ার। দুই মেয়েকে নিয়ে বেশ খুশি সূর্য ও দীপা। ওদিকে সোনা ও রুপা স্কুলে না যাওয়ার ফন্দি আঁটে। এদিকে সোনা বলছে তার থেকে ব্যথা, এদিকে তার বাবাকে দেখাচ্ছে তার মাথায় ব্যাথা। দীপা জোর করলে সূর্যতাকে বোঝায় সেদিনটা স্কুলে না পাঠাতে। বরং সেনগুপ্ত পরিবারের সবাই মিলে ঘুরতে যাবে তারা। সবাই যখন রেডি হতে যায়, কৃপা ও সূর্য রান্না ঘরে একান্তে অনেকটা সময় কাটায়। রোমান্স চলে দুজনের।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)