স্টার জলসার নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhanpi) প্রথম পর্ব সম্প্রচার হওয়ার কথা আজকেই। ঠিক একই টাইম স্লটে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar)। লক্ষ্মী ঝাঁপির কাছে বড় চ্যালেঞ্জ এখন এই ধারাবাহিকটি। এদিকে প্রতিপক্ষকে টেক্কা দিতে নতুন পর্বে একের পর এক টুইস্ট এনে বাজিমাত করতে চায় ‘চিরদিনই তুমি যে আমার’।
ইতিমধ্যেই সেই প্রোমো সামনে এসেছে, যেখানে দেখা গেছে উত্তেজনাপূর্ণ কিছু দৃশ্য! এই দৃশ্যের জেরেই দর্শকের কৌতূহল এখন তুঙ্গে। প্রসঙ্গত, বর্তমান পর্বে অর্পণা এখন নিজের সম্মান এবং আত্মমর্যাদার লড়াইয়ে আপসহীন। সে নিজের যোগ্যতায় অফিসে কাজ করছিল, কিন্তু আর্যের অবহেলা এবং মীরার তাকে ছোট করার চেষ্টায় অতিষ্ঠ হয়ে সে চাকরি ছেড়ে বেরিয়ে যায়। অপর্ণাকে হারিয়ে আর্য মানসিকভাবে ভেঙে পড়ে।

এই ফাঁকেই আবার চক্রান্তের ফাঁদ পাতে মেঘরাজ! সে ফিরে এসে এবার আর্যকে শেষ করার জন্য ঠিক করেছে অপর্ণাকেই নিশানা করবে। চাকরির ইন্টারভিউ দেওয়ার নাম করে অপর্ণাকে চতুরভাবে কি’ডন্যা’প করে মেঘরাজ! খবর পেয়েই তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে আর্য। আর এখানেই শুরু হয় গল্পের এক অন্য অধ্যায়। ঝড়বৃষ্টির এক রাতে তারা আশ্রয় নেয় একটি নির্জন বাড়িতে।
যেখানে ধীরে ধীরে সামনে আসতে শুরু করে, আর্যর ২০ বছর আগের এক রহস্যময় অধ্যায়। এই বাড়িতেই অপর্ণার সামনে উন্মোচিত হয় এক চাঞ্চল্যকর সত্য— আর্য বিবাহিত! বাড়িতে সে দেখতে পায় আর্যের স্ত্রী রাজনন্দিনীর সঙ্গে তোলা একটি ছবি। মুহূর্তে বদলে যায় অপর্ণার দৃষ্টিভঙ্গি, সম্পর্ক, আর্যকে ঘিরে থাকা সমস্ত বিশ্বাস। এমন মুহূর্তে হাজারো প্রশ্ন উঠে তার মনে।
আরও পড়ুনঃ ‘‘জীবনের ইচ্ছেটা আর কোনওদিন পূরণ হবে না’’ —দীর্ঘ অভিনয় জীবনের পরও এই না-পাওয়া তাড়িয়ে বেড়ায় অভিনেত্রী খেয়ালী দস্তিদারকে!
অপর্ণা ভাবে, তাহলে কি এতদিন আর্য তার কাছ থেকে সত্য গোপন করছিল? কিন্ত কেন? এই ধাক্কার পরে কী সিদ্ধান্ত নেবে অপর্ণা? আর্য কি সত্যিই রাজনন্দিনীকে চেনে না, নাকি সবটাই ছিল পরিকল্পনার অঙ্গ? ধারাবাহিকের আসন্ন পর্বে মিলবে সব উত্তর। ‘চিরদিনই তুমি যে আমার’ নতুন ধারার মোড়কে এবার এক অন্য পথেই হাঁটছে, যেখানে টানটান উত্তেজনার সঙ্গে থাকছে আবেগের জোয়ার।