জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“স্বামী-স্ত্রী একদিন, পরদিন অন্য কাউকে বউ বলছে!” “আজ হাসল, কাল মুখ গোমড়া!”— বিচ্ছেদ-বিয়ের ট্রেন্ড নিয়ে বি’স্ফো’রক শকুন্তলা বড়ুয়া-কল্যাণী মণ্ডল! ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে তারকাদের সম্পর্ক ভাঙন নিয়ে বর্তমান প্রজন্মকে খোঁচা দুই বর্ষীয়ান অভিনেত্রীর!

এই বছরের শুরু থেকেই টলিউডে (Tollywood) যেন এখন একের পর এক সম্পর্কভাঙনের (Celebrity Divorce) হাওয়া। সদ্য বিবাহিত তারকাদের জীবনে যেমন অস্থিরতা দেখা যাচ্ছে, তেমন বহুদিনের সম্পর্কেও দেখা যাচ্ছে ফাটল। বিয়ে, বিচ্ছেদ এবং নতুন সম্পর্ক— এই চক্রে যেন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষ থেকে বিনোদন দুনিয়াও। কারও বিয়ে টিকছে না, কারও আবার নতুন সঙ্গীর সঙ্গে দেখা যাচ্ছে প্রকাশ্যে।

এই বিষয়টি নিয়েই এবার নিজের খোলামেলা মত প্রকাশ করলেন বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া (Shakuntala Barua) এবং কল্যাণী মণ্ডল (Kalyani Mandal)। জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’-এর (Didi No.1) সানডে ধামাকা পর্বে বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন বেশ কিছু অভিজ্ঞ, বর্ষিয়ান অভিনেত্রীরা। সেখানেই নিজেদের অভিজ্ঞতা ও ভাবনার কথা ভাগ করে নেবেন তাঁরা।

এই এপিসোডে একদিকে যেমন কল্যাণী মণ্ডল বর্তমান প্রজন্মের আচরণ নিয়ে খোঁচা দেন, তেমনই শকুন্তলা বড়ুয়াও সমাজে তারকাদের ঘন ঘন সঙ্গী বদলের প্রবণতা নিয়ে সরব হন। প্রোমোতে দেখা গিয়েছে, কল্যাণী মণ্ডল বলেন, ‘‘আজকে হাসল, কাল মুখ গোমড়া করে যেন চেনেই না!’’ তাঁর ইঙ্গিত স্পষ্ট— আজকের সম্পর্কগুলো যেন অনেকটাই ভঙ্গুর। আর সেই কথার রেশ টেনে শকুন্তলা বড়ুয়া বলেন, ‘‘একজনকে দেখলাম স্বামী-স্ত্রী।

পাঁচ ছ’ বছর পর দেখছি উনি অন্য মহিলার সঙ্গে! পরে শুনি, এখন এই মহিলাটাই ওঁর স্ত্রী!’’ রচনার উপস্থিতিতে এই কথোপকথন শোনার পর হাসির রোল উঠলেও, আসল বার্তাটি কিন্তু যথেষ্ট তীব্র। তবে অভিনেত্রী কার কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। কিন্তু প্রোমো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। কেউ কেউ মনে করছেন, সম্ভবত কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের প্রসঙ্গেই ইঙ্গিত দিয়েছেন শকুন্তলা।

যদিও তিনি কোনও নাম উল্লেখ করেননি, কিন্তু তাঁর মন্তব্যে যেন বর্তমান টলিপাড়ার বাস্তবতাই প্রতিফলিত। প্রসঙ্গত, ‘দিদি নম্বর ১’-এর এই সানডে ধামাকা পর্ব সম্প্রচারিত হবে ৩ আগষ্ট রবিবার রাত সাড়ে ৮টায় জি বাংলার পর্দায়। এই বিশেষ পর্বগুলোতে মূলত অভিজ্ঞ এবং জনপ্রিয় তারকাদের আমন্ত্রণ জানানো হয়। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হচ্ছে না, আর সেই সঙ্গে দর্শকরাও পাচ্ছেন নতুন একরাশ আলোচনা আর বিনোদনের খোরাক।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।