Connect with us

Bangla Serial

Neem Phuler Modhu: দত্ত বাড়ির সপ্তমীর সন্ধ্যা মেতে উঠবে বিখ্যাত শিল্পীর বাঈ নাচে! পর্ণার চেষ্টায় বনেদি বাড়ির পুজোর দেখছে দর্শকও

Published

on

nfm precap

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগাগুলির মধ্যে একটি হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। বর্তমানে প্রতিদিনই ধামাকাদার পর্ব নিয়ে আসছে এই মেগা। আমরা জানি, পর্ণা (Parna) ও সৃজনের (Srijan) ডিভোর্সের কেস চলছে কোর্টে। সৃজন পর্ণাকে ভুল বুঝে কৃষ্ণার কথায় পর্ণাকে ডিভোর্স দিতে চলেছে। পর্ণা যদিও এই ডিভোর্স কোনওদিনই দিতে চায়নি, তাই সে এই ডিভোর্স আটকানোর জন্য অনেক পরিকল্পনা করেছিল।

সৃজন ও পর্ণার মাঝে ঈশা এসে পড়ায় দুজনের সম্পর্কের চিড়টা আরও বড় হয়েছে। সৃজনকে ব্যবসায় সাহায্য করার জন্যই দত্ত বাড়িতে ঈশা আসে। কিন্তু ঈশা আসার পর থেকেই পর্ণাকে দত্ত বাড়ি থেকে তাড়ানোর প্রচেষ্টায় রয়েছে। পর্ণার উপর প্রতিশোধ নেওয়ার সৃজনের সাথে ডিভোর্স করাতে চায় সে। সৃজনকে ১০ লক্ষ টাকা জোগাড় করে দিয়ে ডিভোর্সটা পাকাপাকি করানোর চেষ্টা করে।

সৃজন পর্ণাকে বাড়ি ছেড়ে চলে যেতে বললেও পর্ণা আইনের সাহায্য নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে কোথাও যায়না। পর্ণা ভালোমতো জানে, ঈশা আসলে তাদের ব্যবসা হাতানোর চেষ্টা করছে। দত্ত বাড়ি থেকে পর্ণাকে তাড়িয়ে তার ব্যবসাকে হাতানোর চেষ্টায় রয়েছে। ঈশার সাথে সৃজনের মা কৃষ্ণাও হাত মিলিয়েছে। কৃষ্ণা প্রথমদিন থেকেই পর্ণাকে তাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে।

বর্তমানে দত্ত বাড়ি মজে উঠেছে দূর্গা পুজোর আনন্দে। পুরোনো রীতি অনুযায়ী দত্ত বাড়িতে এবারও পুজো হচ্ছে। বহু বছর ধরে চলে আসা পুজোর সকল নিয়ম পালন করছে পর্ণা। এরমাঝেও কামানের বারুদ নিয়ে সমস্যা এলে পর্ণা সেই সমস্যা দূর করে। এরপর কলা বউ স্নান করানোর সময় ঈশা পর্ণাকে জলে ঠেলে ফেলে দেয়।

পর্ণাকে জল থেকে বাঁচায় সৃজন। এরপর বাড়ির রীতি অনুযায়ী দত্ত বাড়িতে বিখ্যাত নৃত্যশিল্পী অনিতা জিকে নিয়ে আসে পর্ণা। তার নৃত্য জগৎ বিখ্যাত। পুরোনো রীতি অনুযায়ী সপ্তমীর সন্ধ্যা মেতে উঠবে তার নাচে। কিন্তু এই নাচের অনুষ্ঠানে বাধা হয়ে দাঁড়ালো সৃজনের জেঠু। সে বলে, পুজোর সময় দত্ত বাড়িতে বাঈ নাচ হবে না, যা শুনে পর্ণা অবাক হয়ে যায়।