Connect with us

  Bangla Serial

  Khelna Bari: আর বাঁচাতে পারলো না মিতুল! রণ দাদা গুলি করল ইন্দ্রকে! জলে দেহ পড়ে গিয়ে সব শেষ

  Published

  on

  বর্তমানে প্রতিটি ধারাবাহিক টিকে রয়েছে টিআরপির উপর। যে ধারাবাহিকের টিআরপি যত বেশি, সেই ধারাবাহিকের স্থায়ীকাল তত বেশি। আর তাই এই টিআরপি বাড়ানোর চেষ্টায় বর্তমানে সমস্ত ধারাবাহিক একপ্রকার যেন যুদ্ধে নেমেছে। আর সেই যুদ্ধে জেতার জন্য একের পর এক টুইস্ট আনছে ধারাবাহিকগুলো। পাশাপাশি ধারাবাহিকেও আসছে নানান নতুন মুখ।

  এমনই একটি ধারাবাহিক হল জি বাংলার ‘খেলনা বাড়ি’। সম্প্রতি ধারাবাহিকে এসেছে একটি বড় ট্যুইস্ট। একলাফে নিয়েছে বড় লিপ। বড় হয়ে গিয়েছে গুগলি। পাশাপাশি আমরা এও জেনেছি, মিতুল ও ইন্দ্রের ছেলে ‘আদর’ নিখোঁজ। যদিও আদর তাদের সামনেই আছে, তবে মিতুল, ইন্দ্র এখনও কেউই জানে না পাড়ার দুষ্টু ছেলে শিবাই তাদের ‘আদর’।

  আর সেই আদরকে নিখোঁজ করেছিল অন্তরা। যে আদরকে দূরে রেখে মিতুল আর তার পরিবারের শত্রু হিসাবে বড় করতে চেয়েছিল আদরকে। অন্যদিকে গুগলিকে মিতুল আর ইন্দ্রের বিরুদ্ধে করার চেষ্টা করেছিল। যদিও এই অন্তরা আসল নয়, আসল অন্তরাকে মেরে এসেছে তার যমজ বোন। আর সেই নিতে চায় অন্তরার নামে থাকা সকল সম্পত্তিকে।

  আর তাই আদর আর গুগলি দুজনকেই মিতুল আর ইন্দ্রের বিরুদ্ধে করে। এমনকি আদরের হাতে মিতুল সহ গোটা পরিবারকে শেষ করানোরও উদ্দেশ্য ছিল অন্তরা আর রণের। নানাভাবে তাদের সমস্যায় ফেলার পর এবার আরও বড় ফাঁদ পাতলো রণ। আর সেই ফাঁদে পা ফেলল ইন্দ্র। ইন্দ্রের সকল সম্পত্তি নিতে মিতুলের সাথে ইন্দ্রর ডিভোর্স করানোর জন্য জোর করল রণ। যদি ইন্দ্র মিতুলকে ডিভোর্স না দেয় তবে মিতুল আর গুগলি মেরে দেওয়ার হুমকি পর্যন্ত রণ দিল।

  এরপরই ধারাবাহিকের গল্পে এল এক বড় ট্যুইস্ট। গল্পের নায়ক ইন্দ্রকে গুলি মারলো রণ। গুলিবিদ্ধ ইন্দ্র জলে পড়ে গেলে মিতুল তাকে বাঁচাতে যায়। মিতুল কি জানতে পারবে রণের চক্রান্তের কথা? ইন্দ্রকে এতদিন আগলে রেখেছিল সে, এবার কি তবে ইন্দ্রকে হারিয়ে ফেলবে মিতুল? আসতে চলেছে গল্পে নতুন এক মোড়। মিতুল কিভাবে ইন্দ্রকে বাঁচাবে? তাই এবার দরকার।