জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুটিং সেটে হঠাৎ বুকে ব্য’থা, কাঁপুনি দিয়ে জ্বর! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা জিতু কমলকে!

বাংলা টেলিভিশন এবং সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ জিতু কামাল আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সকালে তাঁর নতুন ছবি ‘এরাও মানুষ’-এর শুটিং চলাকালীন আচমকাই বুকে ব্যথা এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে। উপস্থিত ইউনিট সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত খারাপ হলে তাঁকে তড়িঘড়ি বাইপাসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে জিতুকে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। চলছে চিকিৎসা। ছবির পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ি নিশ্চিত করেছেন খবরটি। তিনি জানিয়েছেন, “জিতু খুব পরিশ্রম করছে। সম্ভবত অতিরিক্ত কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েছে।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত অভিনেতা স্থিতিশীল রয়েছেন, তবে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তিনি।

গত কয়েক মাস ধরেই একটানা শুটিং করছেন জিতু কামাল। ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর পাশাপাশি চলছে নতুন ছবি ‘এরাও মানুষ’-এর কাজ। ইউনিট সূত্রে জানা গিয়েছে, টানা কাজের চাপ, ঘুমের অভাব এবং অনিয়মিত খাবার সময়ই শরীর ভেঙে পড়েছে তাঁর। এক সহ-অভিনেতার কথায়, “জিতু খুবই পরিশ্রমী। নিজের কাজের প্রতি ওর অগাধ ভালবাসা। কিন্তু নিজের শরীরের দিকে একটু নজর দেওয়া দরকার।”

কয়েক মাস আগেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে ‘গৃহপ্রবেশ’ ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন জিতু। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালিত সেই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল সমালোচক মহলেও। ছবিটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে চলছে এবং বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

জিতুর হঠাৎ অসুস্থতার খবরে চিন্তার ছায়া পড়েছে সহকর্মী থেকে ভক্তদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কাজের প্রতি তাঁর নিষ্ঠা যেমন প্রশংসনীয়, তেমনই প্রশ্ন উঠছে — অতিরিক্ত পরিশ্রমের চাপে নিজের স্বাস্থ্যের দিকে কি অবহেলা করছেন জিতু কামাল? এখন সকলেরই একটাই প্রার্থনা, প্রিয় অভিনেতা যেন দ্রুত সুস্থ হয়ে আবার সেটে ফেরেন।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।