বলাই বাহুল্য, এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় চলা সমস্ত বাংলা ধারাবাহিকের মান এবং সাফল্য নির্ধারণ করা হয় টিআরপি তালিকার মধ্যে দিয়ে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারেই টিআরপি প্রকাশিত হয়। তবে কিছু কিছু সপ্তাহে ব্যতিক্রম হয়। কিছু কিছু সপ্তাহে শুক্রবারেও টিআরপি আসে।
আর আজ যথাক্রমে প্রকাশিত হয়েছে টিআরপি। এই বিশেষ দিনের দিকে বিশেষ নজর থাকে টেলিভিশনের সমস্ত কলাকুশলীদেরও। কোন ধারাবাহিকগুলি কেমন পারফর্ম করছে, কোন ধারাবাহিক দর্শকদের মন জিতে নিয়েছে, কোন ধারাবাহিক আগামী দিনে টিআরপি তালিকায় রাজত্ব করতে চলেছে সেই সবই বোঝা যায় এই টিআরপি তালিকার মধ্যে দিয়ে।
বিগত কয়েক সপ্তাহ যাবত বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা কিন্তু বেশ চমকপ্রদ হয়ে উঠেছে। বলা যায় টিআরপি তালিকার পরিবর্তন দারুণভাবে নজর কেড়েছে। বর্তমান সময়ে এখন আর একটি ধারাবাহিকের রাজত্ব নেই। এখন একাধিক ধারাবাহিক রাজত্ব করছে। তবে এখনও টিআরপি তালিকায় শ্রেষ্ঠ আসন ধরে রেখেছে জি বাংলার জগদ্ধাত্রী।
আসলে একটা সময় টিআরপি তালিকায় অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলত। কিন্তু এখন অনুরাগের ছোঁয়া সেই লড়াই থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। কিন্তু স্থায়ীভাবে জায়গা দখল করে এগিয়ে চলেছে জগদ্ধাত্রী। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি রাজত্ব থেকে অনেকটাই সরে গেছে।
টিআরপি তালিকার প্রথম পাঁচে এখন শুধুমাত্র দাপট জি বাংলার। প্রথম পাঁচটি ধারাবাহিকের মধ্যে একমাত্র গীতা এলএলবি বাদে চারটি ধারাবাহিকই জি বাংলার। জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, ফুলকি, নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে কার্যত কামাল করে ফেলেছে টিআরপি তালিকায়। যদিও বলা ভালো গত সপ্তাহের এবং এই সপ্তাহের টিআরপি তালিকার মধ্যে কোনও রকম পরিবর্তন আসেনি।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-
BT •• জগদ্ধাত্রী ৯.৫
2nd •• নিম ফুলের মধু ৮.৮
3rd •• ফুলকি ৮.৭
4th •• গীতা L.L.B ৭.৯
5th •• কোন গোপনে ৭.৪