জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অনিকেতের চোখে ধুলো দিয়ে শ্যামলীকে অপহরণ করলো অরুণাভ! নায়িকাকে কি করে বাঁচাবে নায়ক?

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon gopone mon bheseche) ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে অনেকটা। শ্যামলী এবং অনিকেতের জুটি চমৎকারভাবে আকৃষ্ট করেছে ভক্তদের। এই জুটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকে তারা যতই একসাথে না থাকুক কিন্তু তাদের সম্পর্কের রসায়ন দর্শকের মনে জায়গা করে নিয়েছে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২৩শে জানুয়ারি (Kon gopone mon bheseche today episode 23rd January)

সম্প্রতি বর্তমান পর্বগুলোতে দেখা গেছে শ্যামলী অনিকেতের বিয়ে দিয়েছে অহনার সাথে, এর মাঝে অরুনাভ বারবার চেষ্টা করেছে শ্যামলীকে পাগল প্রমাণ করার জন্য কিন্তু সেটা হয়ে ওঠেনি, উল্টে অরুনাভ নিজেই ফেসে যায় পরিবারের সবার সামনে। শ্যামলী এবং তার পরিবার তাকে পুলিশের কাজে ধরিয়ে দিলেও সে বুদ্ধি করে বেরিয়ে আসে। জেল থেকে বেরিয়ে এসে অরুনাভ শ্যামলীকে ফাঁসানোর নতুন বুদ্ধি বার করে। পরিকল্পনা করে শ্যামলীকে সে মেরে ফেলবে। আর সেই কারণেই শ্যামলীকে অরুণাভ কিডন্যাপ করার পরিকল্পনা করে এবং সেই কাজে সফলও হয়ে যায়।

Kon Gopone Mon Bheseche, কোন গোপনে মন ভেসেছে

অরুণাভ, শ্যামলীর প্রতি তার ব্যক্তিগত আক্রোশ ও প্রতিশোধ স্পৃহা থেকে তাকে অপহরণের পরিকল্পনা করে। একদিন শ্যামলী যখন বাড়ি থেকে বের হয়, তখনই অরুণাভ তার দলবল নিয়ে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। শ্যামলী বুঝতে পারে যে, এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়া সহজ হবে না। সে প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে তার সাহস ও বুদ্ধি কাজে লাগিয়ে পালানোর উপায় খুঁজতে শুরু করে।

অপহরণের পর অরুণাভ শ্যামলীর কাছ থেকে একটি বড় সত্য জানতে চায়, যা তার প্রতিশোধের পরিকল্পনার কেন্দ্রে রয়েছে। কিন্তু শ্যামলী তার সাহসিকতা ও দৃঢ়তা দিয়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তার পরিবার এই ঘটনার কথা জানার পর চরম দুশ্চিন্তায় পড়ে এবং শ্যামলীকে বাঁচানোর জন্য পুলিশকে সাহায্য করে।

এই পর্বটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এবং গল্পে শ্যামলীর লড়াই ও প্রতিরোধের দিকটি আরো উজ্জ্বলভাবে তুলে ধরে। অরুণাভের ষড়যন্ত্রের ফল কী হবে, তা জানার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইতিমধ্যে অনিকেত সন্দেহ করেছে অরুনাভকে এবং তাকে এসে জেরা করা শুরু করেছে কিন্তু অরুনাভ কিছুতেই তার মুখ খোলেনি দেখা যাক শ্যামলীকে কি খুঁজে পাবে অনিকেত? শ্যামলীর সামনে নতুন কোন বিপদ?

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।