Connect with us

    Bangla Serial

    Icche Putul: ‘আমার ছেলে পালিয়েছে’! বিয়ের দিন গিনির পরিবারের সামনে এল রূপের মুখোশ! কেস খেল ময়ূরী

    Published

    on

    moyuri, iccheputul

    ময়ূরীর (Mayuri) আসল রূপ (Roop) সকলের সামনে এনে দেওয়ার পরও মেঘের (Megh) মা এখনও ময়ুরীকেই বিশ্বাস করে। হাসপাতাল থেকে ফিরে ময়ূরী সকলের সামনে ফের মেঘকেই দোষ দেয়। ময়ূরী বলে, মেঘ তাকে মিথ্যা করে বলতে বাধ্য করে, নয়তো মেঘ তাকে রক্ত দিত না। বারংবার ময়ূরীকে শোধরানোর সুযোগ দেওয়ার পরও ময়ূরী মেঘকে সকলের কাছে খারাপ করার চেষ্টা করছে। এমনকি মেঘের বন্ধু জিষ্ণুকে (Jishnu) নিয়েও ময়ূরী নীলের (Neel) মনে সন্দেহের বীজ পুঁতেছে।

    মেঘ সিদ্ধান্ত নিয়েছে, সে নীলকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করবে তার পড়াশোনা ও গানের সঙ্গে। প্রথম থেকেই মেঘের পাশে রয়েছে তার বাবা। আমরা জানি, গিনিকে (Gini) বাঁচাতে গিয়ে মেঘ শ্বশুরবাড়িতে অপমানিত হয়। গিনির সঙ্গে মেঘের পাড়ার এক লম্পট ছেলে রূপের সম্পর্ক রয়েছে। গিনির কাছে রূপের আসল চেহারা তুলে দিতে চাইলে, ময়ূরী সুযোগ বুঝে রূপের সঙ্গে মেঘের নাম জড়িয়ে তাকে সকলের সামনে দুশ্চরিত্রের তকমা দেয়।

    রূপ যদিও গিনিকে ভালোবাসে না, বিয়েও করতে চায় না। কিন্তু বাবার সম্পত্তির লোভে বাবার কথা রাখতে গিনিকে বিয়ে করতে রাজি হয়েছে। তবে গিনির সামনে ধীরে ধীরে রূপের আসল চেহারা সামনে আসছে। বর্তমানে রূপ গিনিকে এড়ানোর চেষ্টা করছে। রূপের ব্যবহারে এরূপ পরিবর্তন দেখে গিনির মনে সন্দেহ ঢুকেছে। এমনকি ফোনে কথা বলার সময় গিনি এটাও বুঝেছে যে রূপ অন্য কোনও মেয়ের সঙ্গে রয়েছে।

    tollytales whatsapp channel

    এবার ‘ইচ্ছে পুতুল’এ আসতে চলেছে ধামাকাদার পর্ব। আমরা জানি, নীল আগেই বলেছে যদি ময়ূরী সত্যি কথা বলে থাকে তাহলে নীল মেঘকে ডিভোর্স দিয়ে ময়ুরীকেই বিয়ে করবে। এবার দেখা গেল বিয়ের দিন রূপের বাবা এসে গিনির পরিবারের কাছে ক্ষমা চাইবে। সে জানাবে রূপ বিয়েটাকে এড়ানোর জন্য কাউকে কিছু না বলে বিদেশ চলে গিয়েছে। এই কথা শুনে নীল রেগে যায়। আর তখন ময়ূরী নীলকে আটকাতে এলে নীল বলে, আজ গিনির যে অবস্থা তা শুধুই ময়ূরীর জন্য।

    নীল ময়ূরীর উপর রেগে গিয়ে বাড়ি থেকে তাকে বের করে দেয়। এদিকে গিনি রূপের চলে যাওয়াকে মেনে নিতে না পারে ভেঙে পরে। তবে কি এবার গিনি লগ্নভ্রষ্টা হবে? নীলের মা কি এবার নিজের ভুল বুঝে মেঘের কাছে ক্ষমা চাইবে? ফের নীল ও পরিবারের কথায় মেঘ কি তার শ্বশুরবাড়িতে ফিরে আসবে? নাকি গল্পে আসবে অন্য কোনও ট্যুইস্ট? তবে দর্শক ময়ূরীর এমনই কোনও পরিণতির অপেক্ষায় রয়েছে। এবার এটাই দেখার গল্প কোন মোড় নিতে চলেছে।