জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পুলিশের চোখে ধুলো দিল পুঁটি! লক্ষ্মী ঠাকুর সেজে সিংহাসনে বিরাজমান সে! দৃশ্য দেখে হাসির রোল নেটপাড়ায়

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। গল্পে নায়িকা আলোকপর্ণা। পেশায় সাংবাদিক পর্ণা একাধারে কর্মক্ষেত্রে তুখোড়। অপরদিকে, গৃহকর্মে নিপুনা। বর্তমানে যদিও স্মৃতি হারিয়ে বসেছে সে। দশ বছরের কোনও স্মৃতিই মাথায় নেই আর। তবে স্মৃতিভ্রম আটকায়নি নায়িকার জীবন।

বর্তমানে ফের পুরোদমে সাংবাদিকতায় ফিরেছে পর্ণা। সৃজনের সঙ্গেও সম্পর্কের সমীকরণ জমে উঠছে। দত্তবাড়ির মেয়ের মতো হয়ে উঠছে সে। পুঁটির সঙ্গেও ভাল সম্পর্ক তৈরি হয়েছে পর্ণার। বুদ্ধিমতীর মতো পুঁটিও মায়ের স্মৃতি ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। ধৈর্য ধরে অপেক্ষা করছে কবে মায়ের স্মৃতি ফিরবে।

বুবাইয়ের বাইক দুর্ঘটনায় রয়েছে প্রভাবশালী যোগ। চ্যানেলে সে খবর সম্প্রচার করছে। উপরমহল থেকে একের পর এক চাপ এসেছে চ্যানেলে খবরের সম্প্রচার বন্ধের। একসময়ে খবর সম্প্রচারের জন্য দরকার হয়ে পড়ে অকাট্য প্রমাণের। পুলিশ স্টেশনে মিলবে সেই প্রমাণ। তবে ভিতরে যাবে কে?

আরো পড়ুন: অপরাগ মা, এই ছোট্ট বয়সে একাই কাঁধে তুলে নিয়েছে সংসারের দায়িত্ব! পর্ণার মেয়ে পুঁটিতে মুগ্ধ রচনা

পর্ণার মেয়ে পুঁটি কাগজ কুড়ুনির বেশ ধরে সেই প্রমাণ খুঁজে বের করে আনে। তারপরই পুঁটির খোঁজ শুরু করে পুলিশ প্রশাসন। দত্তবাড়িতেও পুঁটিকে খুঁজতে আসে তারা। তবে বাড়িতে নেই পুঁটি। মেয়েকে লুকাতে মোক্ষম পরিকল্পনা বের করেছে পর্ণা।

কটাক্ষের মুখে নিম ফুলের প্লট

এ প্রসঙ্গে এক নেটিজেন লিখছেন,’পুলিশ খোঁজ করতে এসেছে পুঁটির। আর পুঁটিকে লক্ষ্মী ঠাকুর সাজিয়ে আসনে বসিয়ে রেখেছে বাড়ির লোক! মানে এসব জিনিসও দেখায়! আমি দেখতে হাসতে হাসতে শেষ!’ টিআরপি টপার নিম ফুলে এহেন আজগুবি প্লট দেখে হাসির রোল নেটপাড়ায়। উল্লেখ্য, ধারাবাহিকপ্রেমীদের একাংশ খুল্লামখুল্লা সমাজমাধ্যমে লিখছেন, গল্পের এহেন প্লট অবাস্তব লেগেছে তাদের।

Piya Chanda

                 

You cannot copy content of this page