জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অহনার দিন অতীত! শ্যামলী ও অনিকেতের মাঝে এবার আসছেন বিরাট জনপ্রিয় নায়িকা! দর্শকদের জন্য রয়েছে দারুণ চমক

বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রে টিআরপি (TRP) একটি গুরুত্বপূর্ণ বিষয়। টিআরপি রেটিংয়ের উপর ভিত্তি করে কোনও সিরিয়ালের স্থায়িত্ব। তাই রেটিং বাড়াতে বরাবরই মরিয়া নির্মাতারা। দর্শকদের আগ্রহ ধরে রাখতে নিত্যনতুন চমক আনেন গল্পে। সঙ্গে চলে নতুন নতুন ট্র্যাক। গল্পে টুইস্ট আনতে মাঝেমধ্যেই আনাগোনা চলে টেলিভিশনের বড় বড় অভিনেতা-অভিনেত্রীদের। তাদের ক্যামিওতে তরতড়িয়ে বাড়ে টিআরপি।

বর্তমানে জি বাংলার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’তে চলছে ত্রিকোণ প্রেমের ট্র্যাক। তবে নায়ক-নায়িকার মাঝে তৃতীয় ব্যক্তিকে অন্তরায় হতে দেখে গল্পে আকর্ষণ হারিয়েছে দর্শক। এই প্রথম স্লটহারা শ্যামলী-অনিকেতের গল্প। তবে টিআরপি ঊর্ধ্বমুখী করতে গল্পে আছে নয়া চমক। গল্পে আসছে জনপ্রিয় টেলিভিশন নায়িকা। বাংলার টপার সিরিয়ালে দীর্ঘদিন অভিনয় করেছেন তিনি।

shyamli gave threat to aniket new promo of kon gopone mon veseche is out now

‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালের দর্শকদের জন্য ধামাকা চমক

শোনা যাচ্ছে, ‘কোন গোপনে মন ভেসেছে’তে ( Kon Gopone Mon Bheseche ) আসছে নতুন নায়িকা। ইতিমধ্যেই জি বাংলার ( Zee Bangla ) টিআরপি টপার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে তাকে অভিনয় করতে দেখা গেছে। জোড়াবাড়িতে এবার একেবারে নতুন চরিত্র প্রবেশ করতে চলেছেন নিম ফুলের খলনায়িকা ‘সুইটি’। সিরিয়ালে তাঁর শয়তানি মন জয় করেছিল ধারাবাহিকপ্রেমীদের।’সুইটি’ ওরফে প্রিয়াঙ্কা মজুমদার ( Priyanka Majumdar )। জি বাংলার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর ( Dance Bangla Dance ) মাধ্যমে রুপোলি পর্দায় প্রবেশ করেন। তারপর ধারাবাহিকের মাধ্যমে শুরু অভিনয় জগতে পথ চলা। নিম ফুলে সুইটি চরিত্রে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন প্রিয়াঙ্কা।

উল্লেখ্য, প্রিয়াঙ্কাকে আরও একবার পর্দায় দেখতে উচ্ছ্বসিত দর্শকমহল। দেখা যাক, ‘কোন গোপনে মন ভেসেছে’তে তাঁর চরিত্র পজিটিভ না নেগেটিভ হয়। কী থাকছে চমক? কী হতে চলেছে ধারাবাহিকের গল্পে? জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে’তে। একটি পর্ব‌ও মিস করা যাবে না।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।