Connect with us

    Bangla Serial

    Neem Phuler Modhu: সৃজনের পাশে দাঁড়াতে এবার কৃষ্ণা ও পর্ণা হাত মেলালো! সৃজনের এই পরিস্থিতিই কি শাশুড়ি-বৌমার কচকচানি ভুলিয়ে বন্ধু বানিয়ে দেবে?

    Published

    on

    বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’। সদ্য শুরু হওয়া ‘নিম ফুলের মধু’ কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি শুরু হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকারও হয়েছে এই নতুন ধারাবাহিক। ধারাবাহিকের নায়িকা পল্লবী শর্মা (পর্ণা), বাবা-মা’র আদুরে মেয়ে পর্ণা।

    তার ইচ্ছে ছিল বিয়ে করে যৌথ পরিবারে যাওয়ার। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে যৌথ পরিবারে গিয়ে প্রতিদিন নতুন লড়াইয়ের মুখোমুখি হচ্ছে পর্ণা। তবে পর্ণা খুবই সাহসী ও চালাক মেয়ে। সে ঠিক সবকিছু সামলে আগে এগিয়েছে। পাশাপাশি শ্বশুরবাড়িতে আসা প্রতিটি বিপদে ঝাঁপিয়ে পরে সে। একের পর এক কাছের মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সে, তাদের বিপদ থেকে মুক্ত করেছে।

    কিন্তু তারপরও পর্ণার শাশুড়ি পর্ণাকে সর্বদা দোষী করে। কারণ কৃষ্ণা চেয়েছিল তিন্নির সঙ্গে সৃজনের বিয়ে দিতে। কিন্তু তা হয়নি বলে বহুবার সে সৃজন আর পর্ণার বিয়ে ভাঙতে চায়। প্রথমদিকে সৃজন পর্ণাকে ভুল বুঝলেও, এখন সে পরনের সাথে দেয়। এমনকি মা ভুল করলে তারও বিরুদ্ধে যায়। তবে এবার সৃজনের জীবনেই ঘনিয়ে এল বিপদ।

    tollytales whatsapp channel

    সৃজনকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আর তাই সৃজনের মন খুব খারাপ। এদিকে কৃষ্ণা ছেলের এ কথা শুনে খুবই চিন্তিত। সে ভাবতে থাকে সমাজ কি বলবে। যদিও পর্ণা সৃজনকে সাহস জাগায়। শুধু পর্ণা নয় বাড়ির বড় দাদা আর বড় বৌদি ছাড়া সকলের সৃজনের পাশে এসে দাঁড়ায়। পর্ণা বলে, সৃজনকে আরও ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে এর থেকেও আরও ভালো চাকরি পেতে।

    পাশাপাশি পর্ণা কৃষ্ণাকেও বোঝায় যে ছেলেকে সাহস দিতে। একসাথে পর্ণা ও কৃষ্ণা মিলে সৃজনের এই বাজে সময়ে সৃজনের পাশে থাকবে বলে সিদ্ধান্ত নেয় পর্ণা। এদিকে সৃজনের চাকরি চলে গিয়েছে শুনে মৌমিতা ও অয়ন খুব খুশি। কারণ বেশি টাকা সৃজন নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করত বলে সকলে সৃজনকে খুব সম্মান করত। তবে পর্ণা সৃজনের পাশে রয়েছে, এমনকি এইসময় সৃজনের মাকে প্রয়োজন এটা মনে করে কৃষ্ণাকেও সৃজনের পাশে দাঁড় করানোর চেষ্টা করছে।