জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক দাদামণি! আবারও ছোট পর্দায় নায়ক প্রতীক সেন! কেমন হলো ‘দাদামণি’র প্রথম প্রোমো? কে থাকছে প্রতীকের বিপরীতে জানেন?

নতুন রূপে আবারও টেলিভিশন পর্দায় ফিরছেন অভিনেতা ‘প্রতীক সেন’ (Pratik Sen)। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘উড়ান’ (Uraan) ধারাবাহিকে, এবার তিনি আসতে চলেছেন জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন ধারাবাহিক ‘দাদামণি’ (Dadamoni)। ইতিমধ্যেই মোশন পোস্টার দেখে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়েই শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে এলো ‘দাদামণি’র প্রথম প্রোমো। যেখানে প্রতীক সেনকে দেখা গেল এক ভিন্ন চরিত্রে, এক নতুন পরিবেশে।

‘দাদামণি’ চরিত্রে ধরা পড়েছে গাম্ভীর্য, শক্তি এবং পরিবারের প্রতি গভীর টান। প্রথমে ধারাবাহিকের মোশন পোস্টারে প্রতীক সেনকে দেখা গিয়েছে মেরুন পাঞ্জাবি ও সাদা পায়জামা পড়ে, পিছন ফিরে দাঁড়িয়ে থাকতে। তাঁর দুই পাশে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে চার বোন। অবহসঙ্গীতে বাজছে মান্না দে-র বিখ্যাত সেই গান ‘বড় আদরের ছোট বোন’, যা আবেগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এদিন প্রোমোর শুরুতেই দেখা যায়, প্রতীক সেন পুকুরে স্নান সেরে ভেজা গায়ে প্রণাম করছেন।

পাড়ে তাঁর জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়ে চার বোন, পূজার বস্ত্র পড়ে প্রতীক এরপর এগিয়ে যান মন্দিরের দিকে। আশপাশে বাজছে কাসর, ঢাক, ছৌ নাচের জমজমাট চারিদিক। এমন সময় দেখা যায়, কয়েকজন দেবী কালীর পালকি তোলার চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন। তখন প্রতীকের এক বোন বলে ওঠে, “পারলে দাদামণি তুমিই পারবে” এবং সেই মুহূর্তেই প্রতীক একাই কাঁধে তুলে নেন মা কালীর পালকি। এই প্রোমো দেখে ধারাবাহিকের পটভূমি বোঝা গেলেও,

গল্প কোন দিকে গড়াবে কিংবা কে হবেন নায়িকা, সেসব এখনও গোপন। এমনকি সম্প্রচারের দিন বা স্লট, কিছুই প্রকাশ পায়নি চ্যানেলের তরফে। তবে প্রোমোতে আধ্যাত্মিকতার ছোঁয়া দেখে ইতিমধ্যেই নস্টালজিক দর্শকরা। দীর্ঘদিন পর আবারও প্রতীক সেনকে এমন ধারাবাহিকে দেখে খুশি অনুরাগীরা। ‘দাদামণি’ ধারাবাহিকটি প্রযোজনা করছে নীলাঞ্জনা শর্মার প্রোডাকশন হাউজ, জানা গেছে শ্যুটিং শুরু হয়েছে ৯ই মে থেকে। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুরু হয়ে গেছে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, একাধিক ধারাবাহিকে একই নায়ক কেন? কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ,’প্রোমো তেমন জমলো না।” একাংশ তো এমনও লিখেছেন, “এসব গল্প এখন আর কে দেখেন?” তবে সমালোচনা থাকলেও, ধারাবাহিক হিট হবে কিনা তা নির্ভর করবে গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীর উপর। এখন দেখার বিষয়, ‘দাদামণি’ আদতে টিআরপি তালিকায় আর দর্শক মনে নিজের জায়গা তৈরি করতে পারে কিনা। আপনারা কতটা উৎসাহী প্রতীককে এই চরিত্রে দেখার জন্য?

Piya Chanda

                 

You cannot copy content of this page