Bangla Serial
Phulki Twist: চাঞ্চল্যকর টুইস্ট! ফুলকি সিরিয়ালে আসছে ফুলকির সতীন! সদ্য শেষ হওয়া সিরিয়ালের নায়িকা ফিরছে আবার

১২ই জুন থেকে স্টার জলসায় শুরু হয়েছে ‘সন্ধ্যাতারা’। আর ঠিক সেদিন থেকেই জি বাংলায় (ZeeBangla) শুরু হয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। ‘ফুলকি’র প্রথম পর্বেই ফাটাফাটি পর্ব দেওয়ার চেষ্টা করেছে পরিচালক। তবে সেই ট্যুইস্ট আনতে গিয়েই বেশকিছুবার ট্রোলের মুখেও পড়েছে ‘ফুলকি’। তবে ধারাবাহিকের প্রথম পর্ব বেশ পছন্দ হয়েছিল দর্শকেদের। প্রথম পর্বেই ছিল বেশ কয়েকটি সাসপেন্স। রোহিতের অতীত কি? রোহিতের আগের স্ত্রী কে ছিল? এখনও সাসপেন্স রয়েছে অনেকটাই।
অন্যদিকে ধারাবাহিকের প্রতিটি তারকার অভিনয় দর্শকদের লেগেছে ফাটাফাটি। অভিষেক দার অভিনয় নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই, এককথায় অনবদ্য। নেতাজি ফিরেছে এক আলাদাই রূপে। নবাগতা দিভ্যানিকে দেখে মনে হচ্ছে না, এটা তার প্রথম মেগা। যেমন সুন্দর লিপসিং, তেমন সুন্দর এক্সপ্রেশন। একদিকে শান্ত, রাগী, অতীতের কিছু ঘটনায় মর্মাহত নায়ক, অপরদিকে চঞ্চল, খুশমেজাজী নায়িকা।
দুই ভিন্ন মনের মানুষের প্রথম সাক্ষাৎ। গল্পের নায়িকার গায়ে রয়েছে অনেক শক্তি, বক্সিং-এ টক্কর দেয় ছেলেদের। যদিও তার হাঁপানির সমস্যা রয়েছে। নায়িকা নবগোতা হলেও নায়িকার অভিনয় মন কেড়েছে দর্শকদের। তার স্পষ্টবাদী মনোভাব ও স্পষ্ট কথার সাথে অভিনয় খুব পছন্দ হয়েছে দর্শকদের। অন্যান্য ধারাবাহিকের মতো কিছুদিনের মধ্যেই ‘ফুলকি’তেও এসেছে বিয়ের ট্র্যাক। রোহিতের অফিসের কর্মরত সকলের কাছে রোহিত ও ফুলকির এক ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়তে জ্যাঠুমনি রোহিতের সঙ্গে ফুলকির বিয়ে দেয়।
ফুলকি-রোহিতের জীবনের নতুন অধ্যায়
যদিও এই বিয়ে রোহিত মন থেকে তেমন মেনে নেয়নি। তবে ফুলকি এই বিয়েতে সম্মতি দিলেও রোহিতের মনে রয়েছে এখনও তার প্রাক্তন। বিয়ের পরেরদিনই সেকথা বৌদিকে জানায় রোহিত। রোহিতের মুখে এমন কথা শুনে অবাক হয় বৌদি। রোহিত জানায়, সে এখনও তার প্রাক্তন স্ত্রী শালিনীকে ভালোবাসে, সে ছিল তার সমবয়সী। তার সঙ্গে বন্ধুত্ব ছিল অনেকটাই গাঢ়। কিন্তু তারপরও ফুলকির সরলতা রোহিতকে ভালোবাসতে বাধ্য করবে এমনটাই আশা রাখছেন সকলে।
কে এই শালিনী?
রোহিতের প্রাক্তন স্ত্রীকে নিয়ে দর্শকদের মনে রয়েছে অনেক প্রশ্ন। অনেকেরই মোতে, হয়তো সেই আসবে ধারাবাহিকের খল নায়িকা হিসাবে। এবার সামনে এল এক বিরাট চমক। রোহিতের প্রাক্তন স্ত্রী আর কেউ নয়, বর্তমান স্ত্রী ফুলকির দিদি। যদিও সেই দিদিকে এখনও দেখা যায়নি ধারাবাহিকে। তবে এমনটাই হতে চলেছে। আর সেই চরিত্রে আসতে চলেছে মেঘা দাও। যিনি আগে ‘পিলু’ ধারাবাহিকে কাজ করেছেন। এমন খবর রোহিতের সামনে এলে, আসবে গল্পে এক নয়া ট্যুইস্ট। যদিও এখনও এ ব্যাপারে অফিসিয়ালি কোনও ঘোষণা বা প্রমো দেওয়া হয়নি।
View this post on Instagram
