জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Mithai 2: আর অপেক্ষা নয়! কবে আসছে ‘মিঠাই ২’? এবার মুখ খুললেন খোদ ‘মিঠাই রানী’ সৌমীতৃষা

৯ই জুন ছিল অন্তিম পর্ব ‘মিঠাই’এর। এই শেষটা মেনে নিতে না পারলেও নতুনকে স্বাগত জানিয়ে হাসিমুখে বিদায় জানালেন গোটা মিঠাই পরিবার। অতীতের কিছু টুকরো স্মৃতিকে মনে রেখেই তারকারা বিদায় জানিয়েছেন জিনপ্রিয় এই ধারাবাহিককে। দর্শকদের কথায়, ‘মিঠাই সবসময় আমাদের ফ্যানদের মণিকোঠায় থেকে যাবে, থেকে যাবে “সিধাই” এর মতো কালজয়ী জুটি।”

এই ধারাবাহিকের মধ্যে দিয়ে কেন্দ্রীয় দুই চরিত্র সকলের খুব কাছের হয়ে উঠেছিলেন। ধারাবাহিকের মধ্যে দিয়ে প্রথমদিন থেকে গ্রামের মিষ্টি মেয়ে মিঠাই বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে। নায়িকা মিঠাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ড। ও নায়ক সিদ্ধার্থ মোদকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আদৃত রায়। অনস্ক্রিনে এই সিধাই জুটির কেমিস্ট্রি, দুষ্টু মিষ্টি মুহূর্ত, দারুণ অভিনয়ে বুঁদ হয়েছিল বাঙালি দর্শককুল।

আর তাই তো এই ধারাবাহিকের অন্তিম লগ্নে দর্শকদের ব্যাকুলতা বিশেষভাবে প্রকাশ পায়। যেন দর্শকদের মধ্যে আবেগের বিস্ফোরণ ঘটেছে। ধারাবাহিকের নায়িকা সৌমীতৃষার জন্য ভক্তদের অবিশ্বাস্য রকমের ভালোবাসা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। শেষ শুটিং-এর দিনে ভক্তদের উপচে পড়া ভিড়। যেন দুঃস্বপ্নেও হয়ত তাঁরা ভাবেননি যে ‘মিঠাই’ বন্ধ হয়ে যাবে।

ধারাবাহিক শেষে বড়পর্দায় এন্ট্রি নিয়েছেন তিনি। দেবের বিপরীতে নায়িকার রোলে দেখা যাবে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘মিঠাই ২’ আসতে চলেছে। সিনেমা শেষে ফের ধারাবাহিকে ফিরবেন সৌমী। গুঞ্জন ওঠে, ‘মিঠাই ২’তে গল্প এগোবে মিষ্টি ও শাক্যকে নিয়ে। তাদের জীবন নিয়েই লেখিকা তাঁর প্লট লিখছে। এবার সৌমী খোদ ‘মিঠাই ২’ নিয়ে কথা তুললেন। কি বললেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

সাক্ষাৎকারে তিনি জানান, শুধু ‘মিঠাই’ নয়, সমস্ত ভালো ভালো সিরিয়াল দেখেছি যেগুলো মানুষদের মনের দাগ কাটতে পেরেছে। সেই সিরিয়ালগুলোর দ্বিতীয় অধ্যায় আসা নিয়ে বহুদিন ধরে কথা উঠেছে বা ভক্তরা দাবি তুলেছে। তবে ‘মিঠাই ২’ আসার এখনও কোনও পরিকল্পনা নেই বলেই জানালেন তিনি। তবে পরবর্তীকালে লেখকের মনে হলে তিনি আবার নতুন করে গল্প লিখতে পারেন, এমনটাই আশা করা যাচ্ছে। তাই অপেক্ষা ছাড়া আর কিছুই আমাদের হাতে নেই।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।