Connect with us

    Bangla Serial

    Sriparna Roy: ‘হঠাৎ আমাকে সরে আসতে হবে স্বপ্নেও ভাবিনি, কষ্ট হচ্ছে’! সত্যিই ‘মুকুট’ ছাড়লেন ‘দোল’ শ্রীপর্ণা! প্রথম খুললেন মুখ

    Published

    on

    ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ হলেন শ্রীপর্ণা রায়। একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে, এর মধ্যে আছে আঁচল, ওম নমঃ শিবায়, ইত্যাদি। শেষবার কড়িখেলা ধারাবাহিকে দেখা গিয়েছিল পারমিতার চরিত্রে। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছিল ‘মুকুট’এ। সম্প্রতি জি বাংলায় এসেছে নতুন ধারাবাহিক ‘মুকুট’। যদিও ধারাবাহিকটি টিআরপি তে তেমন ভালো স্কোর করতে পাচ্ছে না।

    শোনা যায়, নতুন এই ধারাবাহিক মাত্র কিছুদিনেই স্লট হারায়। ধারাবাহিকে জুটি বাঁধছেন শ্রাবণী ভুইয়াঁ ও অর্ঘ্য মিত্র। নতুন মেগার গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন স্নেহাশিস চক্রবর্তী। ২৭ মার্চ থেকে জী বাংলায় শুরু হয়েছে এই ধারাবাহিক। রাত ৯টা ৩০ এর স্লটে সম্প্রচারিত হয় ‘মুকুট’। ব্লুজ প্রোডাকশন হাউজের ব্যানারে এসেছে এই ‘মুকুট’। আর এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ ‘দোল’ চরিত্রে ছিলেন ‘কড়িখেলা’র অভিনেত্রী শ্রীপর্ণা রায়।

    কিন্তু কিছুদিন করার পর হঠাৎই তিনি ধারাবাহিকটি ছেড়ে দেন। হয়তো টিআরপি কমের জন্যই কাজ করতে চাননি, এমনটা মনে করেন অনেকে। তারপর শোনা যায়, জি বাংলা থেকে এবার তিনি ফিরছেন স্টার জলসায়। নতুন ধারাবাহিকের মেইন লিড কিংবা দ্বিতীয় লিডে থাকছেন তিনি। তাই নতুন ধারাবাহিকের জন্যই ছেড়েছেন ‘মুকুট’। আবার এও শোনা গিয়েছে, সামনেই শ্রীপর্ণার বিয়ে, তাই এখন তিনি ব্যক্তিগত সম্পর্কগুলোকে একটু বেশি সময় দিতে চান। সেজন্যই ‘মুকুট’ থেকে বিদায় নিচ্ছেন তিনি।

    tollytales whatsapp channel

    তবে এবার শ্রীপর্ণা নিজেই মুখ খুললেন এই প্রসঙ্গে। তিনি স্পষ্ট জানান, বিয়ের জন্য ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিচ্ছেন না। তাঁর ভবিষ্যতের স্বামী তাঁর এই পেশার সাথেই তাঁকে বেছে নিয়েছেন। তবে কেন তাঁর প্রিয় প্রোডাকশন হাউস থেকে সরে এনেল শ্রীপর্ণা? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ব্লুজ প্রোডাকশন দিয়েই তাঁর প্রথম ইন্ডাস্ট্রিতে আসা। তাই প্রদশনটিকে তিনি খুবই ভালোবাসেন। তবে কিছু অন্য সমস্যার জন্যই তিনি সরে এলেন। আর তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে এখনই তিনি খোলসা করে বলেননি কারণটা।

    তবে তাঁর কথায় এটা স্পষ্ট, কাজ করতে গিয়ে কিছু সমস্যায় পড়েছিলেন তিনি। সাথে সময় নিয়ে কিছু সমস্যা হয়েছিল। আর সেখান থেকেই তাঁর সরে আসা। তবে এই প্রোডাকশন হাউস নিয়ে তাঁর কোনও তিক্ততা নেই। ‘দোল’ চরিত্রটা তাঁর বেশ পছন্দ হয়েছিল। কিন্তু দু-তরফেই কিছু সমস্যার জন্য হঠাৎ সরে আসতে বাধ্য হন অভিনেত্রী। শোনা গিয়েছে, ধারাবাহিকে শ্রীপর্ণার জায়গায় আসবেন স্নেহা দাস, যিনি খেলাঘর, শ্বেত পাথরের থালা ধারাবাহিকে আগেও কাজ করেছেন।