নতুন ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-র (RajRajeshwari Rani Bhabani) হাত ধরে আবারও এক ঐতিহাসিক চরিত্র উঠে এল টেলিভিশনের পর্দায়। স্টার জলসার এই নতুন ধারাবাহিকে ‘দেবী’ চরিত্রে অভিনয় করছেন ‘তনুশ্রী ভট্টাচার্য’ (Tanushree Bhattacharya)। ছোট পর্দায় তাঁর উপস্থিতি মানেই এক গাম্ভীর্য, এক আধ্যাত্মিক আবরণ। সেই ছাপ তিনি আগেও রেখেছেন বহু ধারাবাহিকে। তবে এই ধারাবাহিকের গুরুত্ব আলাদা, কারণ ভবানীর মতো একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের শক্তি ও মানসিকতা গঠনে যাঁর আশীর্বাদ ছিল অপরিহার্য, সেই দেবী চরিত্রে ফিরলেন তনুশ্রী।
তবে দেবীর ভূমিকায় বারবার দেখা যাওয়ায় প্রশ্ন উঠছে—একঘেয়েমি কি তৈরি হচ্ছে না? এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন অভিনেত্রী। অকপট স্বীকারোক্তিতে তিনি জানান, মাঝে মধ্যে সত্যিই একঘেয়েমি বোধ করেন। এমনকী ভয়ও করেন—নিজেকে কি টাইপকাস্ট করে ফেলছেন? তবু যখনই এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে, তিনি না বলতে পারেন না। কারণ এই চরিত্রের প্রতি এক অদ্ভুত টান অনুভব করেন তিনি।
অভিনয় জগতে দীর্ঘ অভিজ্ঞতার পরেও এই ভূমিকাগুলোর প্রতি তাঁর শ্রদ্ধা এতটুকু কমেনি। এই প্রসঙ্গে তনুশ্রী ভাগ করে নিয়েছেন এক আবেগঘন অভিজ্ঞতা। বেশ কিছুদিন আগে, সিগনালে দাঁড়ানো গাড়ির পাশে এসে দাঁড়ান কিছু তৃতীয় লিঙ্গের মানুষ। জানলার কাচ নামাতেই তাঁরা হাতজোড় করে সম্বোধন করেন, “কেমন আছেন গো মা ভবতারিণী?” সেই মুহূর্তে আবেগে ভেসে যান অভিনেত্রী। কারণ কিছুদিন আগেই তিনি ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে মা ভবতারিণীর চরিত্রে অভিনয় করেছিলেন।
বাস্তব জীবনে একজন অভিনেত্রী কতটা প্রভাব ফেলতে পারেন সাধারণ মানুষের মনে, এই ঘটনাই যেন তার প্রমাণ। দেবী চরিত্রে অভিনয় করতে করতে কি কখনও সংসার থেকে মন সরে যায়? এই প্রশ্নে হেসে ফেলেন তনুশ্রী। তাঁর কথায়, এমনিতেই তিনি একটু আধ্যাত্মিক মনের মানুষ। তাই হয়তো এই চরিত্রগুলি তাঁর ওপর এত বেশি মানিয়ে যায়। আধ্যাত্মিকতা তাঁর জীবনের সঙ্গে এমনভাবে মিশে আছে যে পর্দার দেবী আর বাস্তবের মানুষ তনুশ্রীর মাঝে যেন দূরত্ব খুব সামান্য।
আরও পড়ুনঃ শিশুটি নড়ে উঠল শ্রেয়ার গানে, মাতৃত্বের মায়ায় ভিজল সুরের মঞ্চ! ভক্তের স্ফীতোদরে হাত রেখে গাইলেন গান, সন্তানের কানে পৌঁছল সুরের আশীর্বাদ! অনাগত প্রাণের সঙ্গে একাত্ম শ্রেয়া ঘোষাল! মুগ্ধ নেটপাড়া
তনুশ্রীর কথায়, সবাইকে দেবী চরিত্রে মানায় না বলেই তার ডাক পড়ে বারবার। এই ধারাবাহিকে শুধু ভবানী নন, আরও একাধিক দেবীর চরিত্রে অভিনয় করবেন তনুশ্রী। এক এক করে রূপ ধরবেন ঐশ্বরিক সব নারীমূর্তির। আর দর্শকের চোখের সামনে আবারও ফুটে উঠবে দেবীর মায়াবী উপস্থিতি। ধর্ম, ইতিহাস আর অভিনয়ের সংমিশ্রণে তৈরি হবে এক নতুন ভক্তিভাবের পরিসর, যার কেন্দ্রে থাকবেন তনুশ্রী নিজেই।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।