জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শিশুটি নড়ে উঠল শ্রেয়ার গানে, মাতৃত্বের মায়ায় ভিজল সুরের মঞ্চ! ভক্তের স্ফীতোদরে হাত রেখে গাইলেন গান, সন্তানের কানে পৌঁছল সুরের আশীর্বাদ! অনাগত প্রাণের সঙ্গে একাত্ম শ্রেয়া ঘোষাল! মুগ্ধ নেটপাড়া

তাঁর এক নামেই হৃদয়ে গানের তরঙ্গ জাগে। তাঁর কণ্ঠ যেন স্বয়ং সরস্বতীর আশীর্বাদ। যুগের পর যুগ ধরে যিনি তাঁর কণ্ঠসুরে ভাসিয়েছেন অনুরাগীদের আবেগ, যাঁর গানের জাদুতে হাজারো মন প্রেমে পড়েছে সংগীতের। এমনই এক মুহূর্তে ফের মন ছুঁয়ে গেলেন ‘শ্রেয়া ঘোষাল’ (Shreya Ghoshal)। শুধু গাইলেন না, এক মায়ের গর্ভজাত সন্তানের জন্য যেন আশীর্বাদ করলেন নিজের গানে!

সম্প্রতি আমস্টারডামে গান গাইতে গিয়ে এক অন্তঃসত্ত্বা অনুরাগীর অনুরোধে শ্রেয়া ঘোষাল যা করলেন, তা শুধু সংগীত পরিবেশন নয়—এক মায়াময় অনুভব। একদম মঞ্চের পিছনে গিয়েই সেই অনুরাগী জানিয়েছিলেন, শ্রেয়ার গান তাঁর জীবনের একটা বড় অংশ। তখনই সেই গর্ভবতী ভক্তের স্ফীতোদর সামনে বসে পড়েন শ্রেয়া, হাতে ধরে রাখেন অনাগত শিশুর ঠিক আগলটুকু।

তারপর গেয়ে ওঠেন ‘পিউ বোলে, পিয়া বোলে’—সেই চিরকালীন প্রিয় সুর। শুধু গান নয়, এই মুহূর্তে যেন আবেগের প্লাবন। গানের মাঝেই শ্রেয়া অনুভব করেন, অনাগত শিশুটি যেন সাড়া দিচ্ছে সুরের ডাকে। মা-কেও চোখের জলে ডুবিয়ে রেখে শ্রেয়া বলে ওঠেন, “সব ঠিক আছে!” সে যেন গানের ভিতরে লুকিয়ে থাকা মায়ের আশ্বাস। যা সুরের মতোই কোমল, আর আবেগের মতোই প্রবল।

উল্লেখ্য, তিনিও এক পুত্র সন্তানের মা। নিজেকে তাই ধরে রাখতে পারেননি। এই মধুর মুহূর্তটি ধরা পড়েছে ক্যামেরায়, ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ঝড়ের বেগে। যে কেউ দেখলেই বুঝবে, এখানে শুধুই পারফরম্যান্স নয়, এখানে আছে হৃদয় দিয়ে গাওয়া গান, আছে শিল্পী আর শ্রোতার এক গভীর মানবিক যোগ। এই এক ছোট্ট মুহূর্তে বোঝা যায়, শ্রেয়া শুধু গায়িকা নন—তিনি এক অনুভব, এক আশীর্বাদ।

আর পড়ুনঃ টেলিপাড়ার ‘লক্ষ্মী মেয়ে’ প্রেরণার জীবনে এসছে নতুন প্রেম! ব্যক্তিগত জীবনে কবে বিয়ে হচ্ছে জগদ্ধাত্রীর ‘সাংভি’র? ভ্লগ, অভিনয় আর বাস্তবতা নিয়ে অকপট প্রেরণা!

এবছরের শুরুতেই শ্রেয়া ঘোষনা করেছিলেন গানের সফরের। যদিও আন্তর্জাতিক ও দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে, কিছু শো বাতিল হয়। মুম্বই থেকে শুরু হওয়া ‘অল হার্টস টুর’-এ শ্রেয়ার এই আন্তর্জাতিক সফর শুধুমাত্র সংগীত প্রেমীদের জন্য নয়, মানবিক স্পর্শের এক অনন্য উদাহরণ হয়ে রইল। তাঁর কণ্ঠের দ্বারা আশীর্বাদ অনাগত প্রাণের জন্য, বুঝিয়ে দিলো– শ্রেয়া শুধু গান করেন না, হৃদয়ে জায়গা করে নেন চিরদিনের মতো।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।