বাংলা ধারাবাহিকের (Bengali Mega Serial) প্রসঙ্গ এলেই বিশেষ কয়েকটি সিরিয়ালের কথা উঠে আসে। ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা জনপ্রিয়তার দিক থেকে এরা বড় পর্দার অভিনেত্রীদের থেকে একটুও পিছিয়ে থাকেন না। তাঁদের জনপ্রিয়তা তুঙ্গে। গুণে শেষ হয়না ভক্তদের সংখ্যাও। জনপ্রিয়তার নিরীক্ষে মানানসই পারিশ্রমিকও নেন এনারা।
হালে নাকি অনেক অভিনেতা সাক্ষাৎকারে জানাচ্ছেন অন্য প্লাটফর্মের তুলনায় বেশি পারিশ্রমিক পাওয়া যায় টেলিভিশন থেকে। তাই অনেকেই বড় পর্দা থেকে ছোটো পর্দাতে নাম লেখাচ্ছেন অনেকে। কেন এই পদক্ষেপ? আসলে পারিশ্রমিক। বড় পর্দার থেকে এখানে পারিশ্রমিক বেশি। কিন্তু কত পারিশ্রমিক পান এই ছোটো পর্দার বাংলা ধারাবাহিকের তারকারা? আর কে-ই বা কত বেশি পারিশ্রমিক পান? আজকে আমরা জানবো জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’র মুখ্যচরিত্র মিতুল ও ইন্দ্রের পারিশ্রমিক কত?
খেলনা বাড়ির মিতুল ও ইন্দ্র অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা মাইতি ও বিশ্বজিৎ ঘোষ কত টাকা পারিশ্রমিক পান? প্রতি মাসে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ পান তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এবং অভিনেত্রী আরাত্রিকা মাইতি পান এক লক্ষ চল্লিশ হাজার টাকা।
শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। ১৬ অক্টোবর থেকে বদলে গিয়েছিল খেলনা বাড়ির। সম্প্রচারের সময় রাত দশটা থেকে সরিয়ে করে দেওয়া হয়েছিল সাড়ে নটা। খেলনা বাড়ির সঙ্গেই স্লট বদলে ছিল গৌরী এল। এবার বন্ধের মুখে সেই ধারাবাহিকও। এই মুহূর্তে, মিতুল ওরফে আরাত্রিকা মাইতিকে দেখা যাচ্ছে ‘মিঠিঝোড়া’-য়। বড় বোন রাইয়ের (আরাত্রিকা) বিয়ের তারিখ পাকা করে এসেছে তাঁদের বাবা। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন তাঁদের বাবা। সংসারের হাল ধরতে তাই বিয়ে ভেঙে দেয় রাই। বোনকে (দেবাদৃতা) সঁপে দেয় হবু বরের হাতে। এক দিদির আত্মত্যাগের গল্প নিয়েই তৈরি ‘মিঠিঝোড়া’।
প্রকাশ্যে এসেছে মিঠিঝোরার সম্প্রচারের তারিখ এবং সময়। চ্যানেল সূত্রে খবর, রাত সাড়ে ন’টায় সম্প্রচারিত হবে ‘মিঠিঝোরা’। ওই স্লটের ‘মিলি’ সম্প্রচারিত হবে ১০.০০টায়। ২৭শে নভেম্বর থেকে নির্ধারিত সময় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক ‘মিঠিঝোড়া’।