জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

TRP: খেল দেখাতে পারলো না জগদ্ধাত্রী! টপকে গেলো অনুরাগের ছোঁয়া! জি বাংলাকে মাটিতে মিশিয়ে সেরার ঘরে জলসা

প্রতি সপ্তাহে বৃহস্পতিবার জানা যায় কোন ধারাবাহিকের কপালে কী রয়েছে। এই দিনটি প্রতিটি ধারাবাহিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন এবং বাংলা টেলিভিশনের নির্ণায়ক দিন। এই দিনে টিআরপি ফলাফল সামনে আসে যেখান থেকে বোঝা যায় কোন ধারাবাহিকের অবস্থা কোথায় রয়েছে।

এই সপ্তাহের টিআরপি ফলাফল সামনে চলে এসেছে এবং সেখান থেকে একেবারে মোড় ঘুরিয়ে দেওয়া ফলাফল দেখা গেলো। বেঙ্গল টপার তালিকায় স্থান করে নিতে পেরেছে অনুরাগের ছোঁয়া। এদিকে আবার পিছিয়ে পড়েছে জগদ্ধাত্রী। গল্পে টানটান উত্তেজনা দেখিয়েও কাজে আসলো না।

সোনা-রূপার সঙ্গে তাদের মা ডিপার মিলনের পর্ব দেখতে দর্শকরা যে বেশি উৎসাহী সেটা টিআরপি ফলাফল থেকে স্পষ্ট। এদিকে দেখতে গেলে স্টার জলসার তিনটি সিরিয়াল সেরার তালিকায় রয়েছে। প্রথম স্থানে অনুরাগের ছোঁয়া এবং পঞ্চম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম আর পঞ্চমী।

দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী, খেলনা বাড়ি এবং গৌরী এলো। এই সপ্তাহে জগদ্ধাত্রী যে নাম্বার পেয়েছে সেই একই নাম্বার ছিল আগের সপ্তাহে যখন সে বেঙ্গল টপার হয়েছিল। তবে এই সপ্তাহে এই নাম্বার পেয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে জগদ্ধাত্রী।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরার তালিকা:

১ম •• অনুরাগে ছোঁয়া ৯.২
২য় •• জগদ্ধাত্রী ৮.৯
৩য় •• খেলনা বাড়ি ৮.১
৪র্থ •• গৌরী এলো ৮.০
৫ম •• বাংলা মিডিয়াম / পঞ্চমী ৭.৭

Nira

                 

You cannot copy content of this page