জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলার নতুন ধারাবাহিকে ‘দাদামণি’ হয়ে পর্দায় ফিরছেন প্রতীক সেন, সঙ্গে নতুন নায়িকা! কবে থেকে, কোন সময়ে শুরু হচ্ছে ভাইবোনের মিষ্টি সম্পর্কের গল্প? কোন পুরনো ধারাবাহিকের কপাল পুড়লো?

জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই। চ্যানেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, খুব শীঘ্রই আসছে চার বোনকে নিয়ে তাঁদের দাদামণির গল্প। এবার সেই প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো এবং সেইসঙ্গে জানা গিয়েছে সম্প্রচারের নির্দিষ্ট তারিখও। ‘দাদামণি’ (Dadamoni) আসছে এক অন্যরকম পারিবারিক বন্ধনের গল্প পর্দায় ফুটিয়ে তুলতে।

এদিন প্রকাশিত নতুন প্রোমোতে দেখা গেছে, দাদামণি ওরফে বাদশার কুষ্ঠী বিচার করছেন এক জ্যোতিষী। তিনি ভবিষ্যদ্বাণী করেন, বোনেদের আগে তাঁরই নাকি বিয়ে হবে! এই কথায় রেগেমেগে যান বাদশা, এবং একরকম জ্যোতিষীকে তাড়িয়েই দেন। এই দৃশ্য যেমন হাস্যরস জোগাচ্ছে, তেমনি গল্পের মধ্যে একটা কৌতূহলও তৈরি করছে। কে হবে দাদামণির জীবনসঙ্গিনী? সেটা নিয়েই তৈরি হচ্ছে কৌতুহল।

এরপর দেখা যায় গল্পে বাদশার শৈশবের সঙ্গী পার্বতী, যে বর্তমানে ডাক্তার। ছোটবেলার বন্ধুত্ব আজও অটুট। পার্বতী ও বাদশার এই বন্ধুত্বই কেন্দ্র করে গড়ে উঠতে চলেছে এক মিষ্টি সম্পর্কের কাহিনি। গল্পে প্রেম এবং পারিবারিক আবেগ—সবটাই থাকছে একসঙ্গে। মুখ্য চরিত্রে প্রতীক সেন ‘উড়ান’ ধারাবাহিকের বহুদিন পর টেলিভিশনে ফিরছেন, আর তাঁর বিপরীতে থাকছেন অনুষ্কা চক্রবর্তী।

তবে নায়ক-নায়িকার জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন অনুষ্কার পাশে প্রতীককে বয়সে অনেকটা বড় লাগছে। কেউ কেউ তো সরাসরি ‘দাদুর পাশে নাতনি’ বলে কটাক্ষও করছেন। কিন্তু এই মন্তব্যকে তোয়াক্কা না করে, এক বড় অংশের দর্শক এই নতুন জুটিকে নিয়েই উৎসাহিত। কারণ, চেনা ছক থেকে বেরিয়ে এমন এক সম্পর্কের রসায়ন দেখার সুযোগ খুব কমই আসে।

এই ধারাবাহিকটি ৭ জুলাই থেকে সম্প্রচার শুরু হচ্ছে, সোম থেকে শনিবার রাত ৮:৩০-এ। এই স্লটে বর্তমানে চলছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকটি, ফলে অনেকেই ভাবছেন হয়তো সেই ধারাবাহিক শেষ হয়ে যাবে। যদিও চ্যানেলের তরফে এখনো স্পষ্ট করে জানানো হয়নি, শেষ হচ্ছে কি না বা অন্য সময়ে সরে যাবে কি না। আপাতত দর্শকদের নজর এখন দাদামণি আর তাঁর চার বোনের গল্পের দিকেই থাকছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page