মাতৃদের অনুভূতি যে কোন নারীকে পরিপূর্ণ অনুভূতি প্রদান করে। এই অনুভূতি আর অন্য কারো সঙ্গে শেয়ার করা যায় না। তবে এই অনুভূতি পাওয়ার পাশাপাশি থাকে আরও কিছু পারিপার্শ্বিক বিষয় যেগুলো তখন গুরুত্বপূর্ণ মনে না হলে আসলে সেগুলোকে গুরুত্ব দেওয়া জরুরী।
অভিনেত্রী আলিয়া ভাট সদ্য মা হয়েছেন এবং কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। যেকোনো সাধারণ নারীর মতো এই সেলিব্রেটি নায়িকাও একই অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছেন অবশ্যই। তবে পাশাপাশি এই সময়ে বহু মেয়েদের ক্ষেত্রে ত্বকের সমস্যা হয় যেটা গোটা প্রেগনেন্সি জুড়ে চলতে থাকে।
মাতৃত্বকালীন সময়ে যথেষ্ট সুন্দরী হয়ে উঠেছিলেন এই অভিনেত্রী। এমনকি সন্তানের জন্মদানের পরেও বাড়ি ফিরে যাওয়ার সময় যখন ক্যামেরাবন্দি হয়েছেন সেই সময়েও তার রূপের ঔজ্জ্বল্য চোখে পড়েছে ক্যামেরায়। কিন্তু হাসপাতালে তো কোন স্কিন কেয়ার করার উপায় নেই। তাহলে?
আলিয়ার ত্বকচর্চার মূল উপাদান হল মুলতানি মাটি। প্রতিদিন মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করলে ব্রণ ও ত্বকের দাগ-ছোপ দূর হয়। ত্বক উজ্জ্বল দেখায় ভেতর থেকে। পেঁপে অথবা কমলালেবুর খোসার গুঁড়োর সাথে মধু মিশিয়ে ত্বকে লাগালেও ত্বক খুব নরম থাকে।
আইস কিউব দিয়ে মুখে, গলায়, ঘাড়ে ও চোখের পাতায় ম্যাসাজ করলে রোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায়। ত্বক উজ্জ্বল হয়। খুব বেশি তৈলাক্ত হয় না। সাধারণতঃ নো মেকআপ লুকেই শুটিং এর বাইরে বেশি দেখা যায় তাকে। অর্থাৎ মেকআপ করতে খুব একটা পছন্দ করেন না।