টলিপাড়ায় ফের ঝড়। জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলেই অভিনেতা জিতু কামালকে মহিলা কমিশনের পক্ষ থেকে তলব করা হয়। গত কয়েক সপ্তাহ ধরেই দুই তারকার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে, আর এবার সেই উত্তাপ পৌঁছে গেল কমিশনের টেবিলে।
খবর, ধারাবাহিকে কাজ করতে গিয়ে দিতিপ্রিয়া নানান সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। প্রথমে ভেবেছিলেন বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেওয়া যাবে। কিন্তু পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় তিনি নারী কমিশন এবং আর্টিস্ট ফোরামে লিখিত অভিযোগ জানান। মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, দিতিপ্রিয়া তাঁর কাছে পরামর্শ চেয়েছিলেন এবং কমিশনে অভিযোগ জানানো সম্পূর্ণ তাঁর অধিকার।
শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন জিতু কামাল, দিতিপ্রিয়া রায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। আলোচনা চলাকালীনই শোনা যায়, দিতিপ্রিয়া নাকি আর এই ধারাবাহিকে কাজ করতে চান না। সেই সিদ্ধান্তে ধারাবাহিকের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠেছে। কারণ ইতিমধ্যেই সেটে বহু দিন শুটিং বন্ধ ছিল, আর এর ফলে গল্পের ট্র্যাক, শিডিউল এবং প্রোডাকশন টিমও বিপাকে পড়েছে।
আরও পড়ুনঃ “ওরা অনেক আগেই এই সম্মানের যোগ্য ছিল”— টেলি অ্যাকাডেমিতে শ্রুতি–আরাত্রিকার সেরা জুটি পুরস্কার পাওয়ায় গর্বিত পরিচালক! স্ত্রী শ্রুতির অভিনয় প্রশংসা করে কি জানালেন স্বর্ণেন্দু?
প্রায় চার দিন আগে এই একই বিষয় নিয়ে এসভিএফ অফিসে দীর্ঘ তিন ঘণ্টা ধরে মিটিং হয়েছিল। ভক্তদের আশা ছিল, হয়তো সেদিনই সমস্যার সমাধান মিলবে। কিন্তু সেই বৈঠক থেকেও কোনও সিদ্ধান্ত বেরোয়নি। তাই, ‘চিরদিনই তুমি যে আমার’ audiences favorite serial এখন বন্ধ হওয়ার মুখে কিনা, সেই প্রশ্নের উত্তর এখনো অন্ধকারেই। ভক্তরা এখন অপেক্ষায়—সমাধান হবে, নাকি প্রিয় ধারাবাহিকের ওপর নামবে ‘দ্য এন্ড’ পর্দা? সময়ই বলবে।
