দুর্গাপুজোর (Durga Puja) আর হাতে গোনা কয়েকদিন বাকি। যারা গোটা বছর বাংলার বাইরে নিজেদের রুটি- রুজির জন্য কাজ করেন তাদেরও ঘরে ফেরার পালা। মা আসছেন যে। দুর্গাপুজো আসছে। মা আসছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই বহু জায়গায় প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেছে। মানুষ ঠাকুর দেখতে পর্যন্ত শুরু করে দিয়েছেন। রীতিমতো জনজোয়ার। তবে এই সমস্ত বারোয়ারি পুজোর ভিড়ে আজও বিশেষ করে আকর্ষণ করে বাড়ির পুজো। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বেশ কিছু শিল্পীর বাড়িতেও পুজো হয়ে থাকে।
এই যেমন মাতৃ আরাধনা হয় অভিনেত্রী- সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে। রান্নাঘরের কর্ত্রীকে কে না চেনেন। পরিচালক- প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো বেশ বিখ্যাত। বহু নামজাদা ব্যক্তিত্ব পুজোর দিনগুলোতে চট্টোপাধ্যায় বাড়ির পুজোতে হাজির হন।
আর এই পুজোর চার দিনে নজরকাড়া সনাতনী লুকে ধরা দেন সুদীপা চট্টোপাধ্যায়। তাকে দেখলেই যেন সাক্ষাৎ মাতৃ প্রতিমার মতো দেখতে লাগে। লাল পাড় সাদা গরদের শাড়ি থেকে, ঢাকাই বাংলার আদি অকৃত্রিম শাড়িতেই এই কদিন সাজেন অভিনেত্রী সঞ্চালিকা। শুধু কি তাই? সেই সঙ্গে নজরকাড়া সাবেকি গয়নায় তিনি নজর কেড়ে নেন। তিনি এমন কিছু গয়না পড়েন যা সাধারণের চোখে দেখার বাইরে। আর যে কারণে ওই রকম দুর্মূল্য সব গয়না দেখে বলতে বাধ্য হতেই হয় ‘কি সুন্দর!’
পুজোর দিনগুলোতে ভীষণই আভিজাত্যপূর্ণ সাজে সেজে ওঠেন অভিনেত্রী। তবে মাঝেমধ্যেই নিজের শাড়ি গয়নার দাম প্রকাশ্যে বলে লোকজনদের কটাক্ষের শিকার হলেও তার সাজ কিন্তু মন মাতায়। সম্প্রতি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠেছেন অভিনেত্রী।
অভিনেত্রীর মাথায় খোঁপা ভরে ফুল। পিঠের ব্লাউজে মাতৃমুখ। সেই সঙ্গে চোখে পড়ার মতো অলংকার। বিশেষ করে নজর কেড়েছে অভিনেত্রীর মাথার খোঁপায় থাকা খোঁপার মুকুটটি। সোনার সেই মুকুট নিঃসন্দেহে পারিবারিক ঐতিহ্যবাহী তা বলাই বাহুল্য। এই বছর পুজোয় কেমন সাজে সেজে ওঠেন অভিনেত্রী সেটাই এখন দেখতে উৎসুক তার ভক্তরা।