বাংলা টেলিভিশনের সন্ধ্যা সাড়ে ছ’টা এখন যেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দান! জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার টিআরপি তালিকায় নিজের দাপট বজায় রেখেছে বেশ কয়েক সপ্তাহ ধরে। দিতিপ্রিয়া ও জিতু কমলের অনস্ক্রিন রসায়নে জমে উঠেছে গল্প। তারই মধ্যে পাল্টে যাচ্ছে এই ধারাবাহিকের প্রতিপক্ষ। আর ঠিক তখনই সামনে এলো জিতু কমলের এক মন্তব্য, যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
আগামী ৩০ জুলাই থেকে চিরদিনই তুমি যে আমার-এর প্রতিপক্ষ হিসেবে স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক লক্ষ্মীপি, যেখানে এক সাধারণ মেয়ের ব্যাংকার হয়ে ওঠার অনুপ্রেরণাদায়ক গল্প তুলে ধরা হবে। অর্থাৎ টিআরপি যুদ্ধে নতুন করে শুরু হতে চলেছে ‘স্লট দখলের’ লড়াই। সাধারণত একটি স্লটে যখন প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিক জনপ্রিয় হয়ে ওঠে, তখন অন্য চ্যানেল চেষ্টা করে আরও শক্তিশালী গল্প এনে সেই দাপট ভাঙতে।
এই নতুন প্রতিপক্ষের ঘোষণার পরই জিতু কমল তাঁর ইনস্টাগ্রামে দিতিপ্রিয়ার সঙ্গে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনেই ছিল চমক – “দ্বিতিপ্রিয়া লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েকে ঝাপটি দিয়ে ধরলে তাকেই বলে লক্ষ্মী ঝাপি।” ব্যস! শুরু বিতর্ক। অনেকেই মনে করছেন, এটি ছিল নতুন ধারাবাহিক ‘লক্ষ্মীপি’-কে ঘিরে একটি কটাক্ষ।
নেটিজেনদের একাংশ বলছেন, এটি নিছকই এক মজার পোস্ট, যেখানে দিতিপ্রিয়ার চরিত্রকে কেন্দ্র করেই রসিকতা করেছেন জিতু। তবে অন্য একাংশ বলছেন, এটা প্রতিপক্ষ ধারাবাহিককে ব্যঙ্গ করে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার নামান্তর। বিশেষত “লক্ষ্মী ঝাপি” কথাটা টেনে আনার কারণেই এই বিতর্ক আরও জোরালো হয়েছে।
আরও পড়ুনঃ পিরিয়ডসের অসহ্য যন্ত্রণায় কষ্টে থাকলেও থামে না শুটিং—মাসে মাত্র একদিন ছুটিতে লড়াই চালিয়ে যান ছোট পর্দার নায়িকারা!
অভিনেতার এই বক্তব্যে কেউ বলছেন ‘অহংকারের গন্ধ’, কেউ আবার বলছেন ‘স্মার্ট কনফিডেন্স’। তবে একটা বিষয় স্পষ্ট – সন্ধ্যা সাড়ে ছ’টায় টিআরপি যুদ্ধ এবার আরও উত্তপ্ত হতে চলেছে। নতুন ধারাবাহিক ‘লক্ষ্মীপি’ কতটা সফল হবে, আর ‘চিরদিনই তুমি যে আমার’ তার আসন ধরে রাখতে পারবে কি না, সে উত্তর দেবে সময়ই। তবে তার আগে এই ক্যাপশন-কাণ্ড যে নতুন আগুন জ্বেলে দিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।