জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিয়ে সারলেন ‘চোখের তারা তুই’ খ্যাত নায়ক জয় মুখার্জি! পাত্রীর পেশা জানলে চমকাবেন

টলিউড পড়ছে একের পর এক উইকেট। বিয়ের বন্ধনে বাঁধা পড়ছেন। টেলি অভিনেতা-অভিনেত্রীরা। ভক্তদের মধ্যে বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি। কিছুদিন আগেই গত ১৯ শে জানুয়ারি বিয়ে হয়েছে টেলিভিশনের চর্চিত জুটি শ্বেতা ও রুবেলের। বিভিন্ন ধারাবাহিকের অভিনেতারা তাদের সহকর্মীদের প্রেমে পড়ে বাস্তব জীবনে বিয়ে করছেন, আবার কেউ কেউ ইন্ডাস্ট্রির বাইরের মানুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আবারো শনিবার বাজলো আরেক টেলি অভিনেতার বিয়ের সানাই।

টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ জয় মুখোপাধ্যায় (Joy Mukherjee) দীর্ঘদিন ধরেই বিতর্কের শিরোনামে ছিলেন। সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে একসময় একটি ধারাবাহিক থেকে বাদ পড়েন। তাঁর প্রাক্তন প্রেমিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছিলেন যে, প্রেমের সম্পর্কে থাকাকালীন শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। এছাড়াও জয়ের ‘রগচটা স্বভাব’ একাধিকবার তাঁকে সমস্যায় ফেলেছিল। এমনকি, গ্রেপ্তার হওয়ার ঘটনাও ঘটেছিল তাঁর জীবনে।

তবে অতীতের সেই বিতর্কিত অধ্যায় পেছনে ফেলে জীবনের নতুন পথে পা রাখলেন জয়। শনিবার সন্ধ্যায় মায়ের পছন্দ করা পাত্রী অলিভিয়া ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা। অলিভিয়া পেশায় জেলা আদালতের বিচারক এবং বর্তমানে মেদিনীপুরে কর্মরত। বিয়ের আয়োজন হয়েছিল বারাসতের এক ব্যাংকোয়েট হলে। লাল বেনারসিতে অলিভিয়া এবং চিকনকারি ধুতি-পাঞ্জাবিতে জয় একে অপরের সঙ্গে মানানসই লাগছিলেন।

বিয়ে নিয়ে এত গোপনীয়তার কারণ সম্পর্কে জয় জানিয়েছেন, তিনি বিয়ের পরই সবাইকে এই সুখবর জানাতে চেয়েছিলেন। রবিবার উত্তরপাড়ায় জয়ের বাড়িতে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়া ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা রিসেপশন পার্টির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ জিনিসপত্র বা উপহার কতটা বহুমূল্য সেই দেখে ভালোবাসা হয় না! অকপট অপরাজিতা

জয় বর্তমানে টলিউডে ফিরে আসার চেষ্টা করছেন। সম্প্রতি তিনি শ্রী দুর্গা নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। তাঁর ক্যারিয়ারে ওঠাপড়ার মধ্যেও এই নতুন শুরু তাঁর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা। এছাড়া সামনের সেলিব্রিটি ক্রিকেট লিগ শেষ হওয়ার পর জয় এবং অলিভিয়া মধুচন্দ্রিমার পরিকল্পনা করবেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page