একই ইন্ডাস্ট্রির দুই প্রখ্যাত বাঙালি অভিনেত্রী, দুজনেই একসময় ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। একদিকে ‘ধন্যি মেয়ে’ খ্যাত জয়া বচ্চন, অন্যদিকে ‘বালিকা বধূ’ খ্যাত মৌসুমী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে তাঁদের উপস্থিতি, সম্মান, এবং অভিজ্ঞতা নজর কেড়েছে সকলের। কিন্তু এবার তাঁদের সম্পর্ক নিয়ে উঠছে প্রশ্ন। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
সম্প্রতি ম একটি জনপ্রিয় অ্যাওয়ার্ড শো – শেষে ক্যামেরার সামনে আসেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। পাপারাৎজিদের তরফে ছবি তোলার অনুরোধ করা হলে, সকলকে চমকে দিয়ে মৌসুমী বলেন, “হ্যাঁ অবশ্যই, আমি জয়া বচ্চনের থেকে ভালো মানুষ।” তাঁর এই মন্তব্য শুনে উপস্থিত সকলে স্তব্ধ। তারপরেও তিনি হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন এবং বলেন, “আপনারা না থাকলে আমাদের অস্তিত্বই থাকত না।”
মৌসুমীর ওই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ঝড় তোলে নেটপাড়ায়। অনেকেই ধরে নিয়েছেন, জয়া বচ্চনের সঙ্গে মৌসুমীর ব্যক্তিগত সম্পর্ক খুব একটা মধুর নয়। একাধিক নেটিজেন এই মন্তব্যকে সমর্থন করেছেন। কারও মতে, “ম্যাডাম সত্যি কথাটাই বলেছেন।” কেউ লিখেছেন, “জয়ার ব্যবহার নিয়ে অনেকেই মুখ খোলেন না, আপনি নিঃসংকোচে বলেছেন, তার জন্য কৃতজ্ঞ।” তবে অনেকে বিষয়টিকে ঠাট্টা-মশকরাও মনে করছেন।
প্রসঙ্গত, এর আগেও বহুবার পাপারাৎজিদের সঙ্গে রূঢ় ব্যবহার করতে দেখা গিয়েছে জয়া বচ্চনকে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তাঁর বিরক্ত মুখ, প্রশ্ন শুনে রেগে যাওয়া – এইসব দৃশ্য এখন প্রায় চেনা। এতটাই যে তাঁর কন্যা শ্বেতা বচ্চন একবার Koffee With Karan-এ এসে জানান, “আমার মা ক্লাস্ট্রোফোবিক হয়ে পড়েন যখন চারপাশে অনেক লোক থাকে। তাঁকে জিগ্যেস না করে ছবি তোলা তিনি একেবারেই পছন্দ করেন না।”
আরও পড়ুনঃ জ্যাস সান্যাল সেজে ডিপার্টমেন্টে জয়েন করেছে দুর্গা, ধরা পড়ছে একের পর এক অপরাধী! ধুন্ধুমার পর্ব জগদ্ধাত্রীতে
সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কি এবার জয়ার আচরণকে পরোক্ষভাবে কটাক্ষ করলেন মৌসুমী চট্টোপাধ্যায়? নাকি তাঁদের মধ্যে দীর্ঘদিনের কোনও ব্যক্তিগত বিরোধ আছে, যা এতদিন প্রকাশ্যে আসেনি? আপাতত এই এক মন্তব্যেই জল্পনার পারদ চড়ছে বলিউডে। কেউ বলছেন ‘সাহসী মন্তব্য’, কেউ বলছেন ‘অপ্রয়োজনীয় তিরস্কার’। তবে তর্ক-বিতর্কের মাঝেও এটুকু স্পষ্ট – দুই বর্ষীয়ান অভিনেত্রীর সম্পর্ক এখন নজরে সকলের।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।