ছোটপর্দা থেকে বড়পর্দা, আর সেখান থেকে ওটিটিতে সাফল্যের রাজপথ পেরিয়ে হঠাৎই যেন নিরুদ্দেশ ‘মিঠাই’ (Mithai) খ্যাত অভিনেত্রী ‘সৌমিতৃষা কুন্ডু’ (Soumitrisha Kundu)। এক সময় টিআরপি তালিকার শীর্ষে থাকা ধারাবাহিকের মুখ হয়ে উঠেছিলেন তিনি। দেবের সঙ্গে বড়পর্দায় ‘প্রধান’-এ অভিনয় এবং ওটিটির ‘কালরাত্রি’ দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছিলেন। কিন্তু ২০২৩-এর ডিসেম্বরের পর থেকে যেন রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছেন অভিনেত্রী।
কোথাও নেই তাঁর কোনও অস্তিত্ব—না ধারাবাহিকে, না সিনেমায়, না কোনও ইভেন্টে। নেটদুনিয়াতেও তিনি কার্যত অনুপস্থিত। ইনস্টাগ্রামে শেষ পোস্ট ছিল ৫ এপ্রিল, তারপর থেকেই নিস্তব্ধতা। যেখানে টলিউডের অন্যান্য তারকারা জীবনের বিভিন্ন আপডেট শেয়ার করছেন, সেখানে সৌমিতৃষার এই নিঃশব্দে সরে যাওয়া দেখে অনেকেই চিন্তিত। একটি ম্যাট্রিমোনিয়াল বিজ্ঞাপনে তাঁকে দেখা গেলেও সেটি ছিল ক্ষণিকের উপস্থিতি, যেন নিজের অস্তিত্বটুকু মনে করিয়ে দেওয়া।
তবে এর পেছনে কোনোও গভীর সমস্যা আছে মনে করছেন অনেকে। শারীরিক এবং মানসিক জটিলতাও রয়েছে, তা শোনা যাচ্ছে ঘনিষ্ঠমহল থেকে। কিডনির সমস্যার কারণে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন বলে অনেকে দাবি করেছেন। ব্যক্তিগত জীবনেও নাকি জটিলতা এসেছে, যেগুলিকে এখনই জনসমক্ষে আনতে চান না তিনি। ফলে নিজের মতো করে একটু বিরতি নিয়েই হয়তো আবার ফিরে আসার পরিকল্পনা করছেন সৌমিতৃষা।
তবে এই সমস্ত জল্পনা-কল্পনার মাঝেই এসেছে এক নতুন মোড়। যেখানে অভিনয়ের দুনিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, ঠিক সেই সময়েই রাজনীতির মঞ্চে তাঁর প্রত্যাবর্তন ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। হ্যাঁ, ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নন্দন থেকে বাসে চড়ে মিছিলের অংশ হতে চলেছেন সৌমিতৃষা নিজেই। জানিয়েছেন, অসুস্থতা থাকলেও দিদির ডাকে সাড়া না দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
আরও পড়ুনঃ মায়ের শেষ ইচ্ছার আড়ালে মীরার চরম চাল, অপুর চোখে আর্যর বিশ্বাসঘাতকতা! স্বার্থের স্রোতে ডুবে যাচ্ছে ভালোবাসা, অপু বেছে নিল একা চলার পথ! অপু কি পারবে টিকে থাকতে?
তাহলে কি এবার নতুন ইনিংস শুরু হতে চলেছে অভিনেত্রীর জীবনে? রাজনীতির মঞ্চেই কি ফিরবেন লাইমলাইটে? নাকি এই উপস্থিতি কেবল রাজনৈতিক দায়বদ্ধতা? আপাতত প্রশ্ন বহু, উত্তর সময়ই দেবে। তবে এটুকু নিশ্চিত, টলিপাড়ার ‘নিরুদ্দেশ’ নায়িকা শহিদ দিবসের মঞ্চে নিজের উপস্থিতি দিয়েই সকলকে চমকে দিতে চলেছেন। সৌমিতৃষা হয়তো বুঝিয়ে দিতে চান, যে তিনি হারিয়ে যাননি, কেবলমাত্র নিজেকে প্রস্তুত করছিলেন এক নতুন পথচলার জন্য।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।