জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Kanchan-Sreemoyee: আর লুকোচুরি নয়, এবার খুল্লাম খুল্লা কাঞ্চন-শ্রীময়ী!

কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattaraj) সম্পর্ক টলিপাড়া এখন ওপেন সিক্রেট। ইদানিং শোভন-বৈশাখীর মত সম্পর্কের চর্চার কেন্দ্রে থাকেন তাঁরা। যদিও তাঁদের দাবি তাঁরা কেবলই একে অন্যের ভালো বন্ধু,। তবে তাঁদের ছবি বা ভিডিয়ো মোটেই সেই কথা বলে না। পার্টি থেকে পুজো সবেতেই তাঁদের একসঙ্গে দেখা যায়।

দুর্গাপুজো হোক বা কালীপুজো বা জগদ্ধাত্রী পুজো, সর্বত্র তাঁদের একত্রে দেখা যায় রাসলীলায় মেতে থাকতে। কাজের হাজারো ব্যস্ততার ফাঁকে, তাঁরা দুজন এভাবেই সময় কাটান। এবার তাঁদের দেখা গেল রংমিলন্তি করে পোশাক পরতে। ইতিপূর্বে, আমরা শোভন বৈশাখীর ক্ষেত্রেও দেখেছিলাম রঙ মিলিয়ে পোশাক পরেন তাঁরা।

সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল তাঁদের রংমিলন্তি মুহূর্ত। দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ অনস্ক্রিন রীতিমত খুনসুটিতে মত্ত। কখনও সাদা, কখনও কালো, কখনও বা লাল কালো। ছবিতে দুজনের রসায়ন একেবারে যাকে বলে নজরকাড়া। আসলে ‘আজকাল ফ্যাশন’ এর পক্ষ থেকে এক ফ্যাশন শুটের মডেল হিসেবে কাজ করছিলেন দুজন।

আরও পড়ুনঃ সিরিয়ালে ফিরছেন টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার ইন্দ্রানী দত্ত! জি বাংলার বেঙ্গল টপার ফিরিয়ে আনছে তাঁকে

তাঁদের ছবি দিয়ে রীল সমাজ মাধ্যমে ভাইরাল হতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। কেউ বলছেন, ‘এ দেখি শোভন বৈশাখী ২!’ কেউ আবার লিখছেন, ‘শোভন বৈশাখী লাইট।’ ‘বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, বউ বাচ্চা ছেড়ে একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। লজ্জাও লাগে না।’ মন্তব্য অন্যজনের।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page