বলিউডে যখন ‘সাইয়ারা’ (Saiyaara) ঝড় তুলেছে বক্স অফিসে, তখন টলিপাড়ার বহু দর্শক অপেক্ষায় দিন গুনছেন এক দশক ধরে আটকে থাকা ‘ধূমকেতু’র (Dhumketu) জন্য। দেব-শুভশ্রীর (Dev-Shubhasree) জুটির বহু প্রতীক্ষিত এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল ২০১৫ সালের অক্টোবর মাসে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবিটি মুক্তি পেতে চলেছে দীর্ঘ ১০ বছর পর, আগামী ১৪ অগস্ট। সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা—একদিকে পুরনো প্রেমের স্মৃতি, অন্যদিকে নতুন গল্পের আকর্ষণ।
ধূমকেতু শুধুই একটি প্রেমের ছবি নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, এই ছবির চরিত্রগুলো আজকের প্রেক্ষাপটে বেশ প্রাসঙ্গিক। তাই দর্শকদের মনে হবে না, এটা ১০ বছর আগের গল্প। যদিও অভিনয়ের দিক থেকে তিনি নিজেকে পুরনো দিনের তুলনায় অনেক বেশি পরিণত মনে করেন। তাঁর কথায়, “তখনকার আমি আর আজকের আমি এক নই। চরিত্রটাও সহজ ছিল না, তবে নিজের সর্বোচ্চটা দিয়ে করেছি।”
তিনি নিজেকে তুলনা করেন জলের সঙ্গে, যে যেমন পাত্রে রাখা হয় তেমন আকার নেয়—এই চরিত্রও ছিল সেই রকমই। প্রেম আর পেশা একসময় একে অপরের পরিপূরক হলেও, এখন দুটোকে আলাদা রেখেই এগোতে চান শুভশ্রী। দেবের সঙ্গে ভবিষ্যতে কাজ করার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, চরিত্রের গুরুত্ব থাকলে অবশ্যই একসঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি স্পষ্ট করে বলেছেন, “অতীত যা ছিল, ছিল। সেটা পেশাগত সিদ্ধান্তকে প্রভাবিত করবে না।
আমি একজন অভিনেত্রী, নিজেকে প্রমাণ করাই আমার কাজ।” শুভশ্রীর এই পরিণত অবস্থান আরও একবার সামনে এল, যখন তাঁকে জিজ্ঞাসা করা হল– বর্তমানে স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীও পরিচালনা করে, সেই দিক দিয়ে কি দেবকে নিয়ে ছবি করার কোনও পরিকল্পনা আছে? শুভশ্রীর কথায়, “দেব অবশ্যই ভালো অভিনেতা, আজ পর্যন্ত কোনও খারাপ চরিত্র করেনি। কিন্তু আমার সেই ভাবনা বা সামর্থ্য নেই ওকে নিয়ে ছবি করার।”
আরও পড়ুনঃ ইন্টারভিউয়ের ছলে মৃ’ত্যুফাঁদ! অপর্ণার সাহসে হার মানল মেঘরাজ, নিজের বুদ্ধিতেই রক্ষা পেল অপু! অতীতের বাড়িতে আশ্রয়, আর্যর লুকনো অতীত ফাঁস করল একটা ছবি! ফাঁস হল আর্যর অন্য পরিচয়, সত্য জানতেই জ্ঞান হারাল অপু!
সব মিলিয়ে, ‘ধূমকেতু’ যেন আর শুধু একটি আটকে পড়া ছবি নয়, বরং দেব-শুভশ্রীর সম্পর্ক, কেরিয়ার এবং প্রাক্তনতা—সব মিলিয়ে এক নস্ট্যালজিক অথচ প্রাসঙ্গিক পুনর্মিলন। ছবির ট্রেলার না এলেও, একঝাঁক আবেগ ও কৌতূহলের ঢেউ তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই। এখন শুধু দিন গোনার পালা—দর্শক কতটা গ্রহণ করেন এই পুরনো অথচ নতুন রসায়ন, সেটাই দেখার অপেক্ষায় সবাই।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।