Connect with us

Tollywood

Sudipa Chatterjee: কিছুদিন আগেই স্বামীর জন্য প্রার্থনা করতে বলল আর এখন তাকেই ফেলে ইডেনে ছুটল সুদীপা! ‘ঢং দেখে বাঁচি না’, বলছে হেটার্স

Published

on

sudipa chatterjee

বিতর্ক যেন তাঁর পিছু ছাড়েনা। ছেলেকে সোনার গয়না পরানো থেকে শুরু করে ফুড ডেলিভারি বয় ইস্যু, সবেতেই সমালোচনার ঝর বয়ে যায় তাঁর উপর দিয়ে। সম্প্রতি তাঁর স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় ঘোরতর অসুস্থ। এবার তাঁকে বাড়িতে রেখেই ইডেনে খেলা দেখতে ছুটলেন অভিনেত্রী। যথারীতি ট্রোলের স্বীকারও হলেন। তবে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব দিতে ভুললেন না সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)

পুজোর আগে থেকেই শুরু হয়েছে আইসিসি বিশ্বকাপ। চলতি সপ্তাহের রবিবার জমজমাট খেলার আসর বসে কলকাতার বুকে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। আর ম্যাচ দেখতেই হাজির হয়েছিলেন একাধিক টলি তারকা। এদিন খেলা দেখতে উপস্থিত ছিলেন ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা ও ছেলে আদিদেব।

আদিকে নিয়ে একগুচ্ছ ছবিও পোষ্ট করেন সুদীপা। দেব থেকে নুসরাত সবার সঙ্গেই চুটিয়ে মজা করেছেন তিনি। ছেলে আদির সঙ্গে সৌরভ গাঙ্গুলির ছবিও পোষ্ট করেছেন সুদীপা। যা দেখেই নেটিজেনদের মেজাজ সপ্তমে। কটাক্ষের বন্যা কমেন্ট বক্সে একজন লিখেছেন,’স্বামী অসুস্থ, আর আপনারা মা-ছেলে মিলে খেলা দেখছেন!’

আরেক নেটিজেন লিখছেন, ‘‘ব্যাপারটা ঠিক বোঝা গেল না। এই তো অগ্নিদেববাবু অসুস্থ ছিলেন, যাওয়াটা কি খুব দরকার ছিল!’ তবে কটাক্ষ শুনে চুপ থাকেননি সুদীপা। ট্রোলারদের নিজের বক্তব্য সাফ জানিয়েছেন।

আরও পড়ুনঃ ‘জি বাংলা কপি ছাড়া চলতে পারে না আগেই প্রমাণিত’! ‘আলোর কোলে’ প্রোমো আসতেই ইচ্ছে পুতুল, কাদম্বিনীকে টেনে ট্রোল

নেটিজেনদের উদ্দেশ্যে সুদীপা বলেন, ‘আমার ছেলে ছোট। গত দু’মাস ধরে শুধু স্কুল আর হাসপাতাল ছাড়া আর কোথাও যায়নি। দুর্গাপুজোর বিসর্জনের দিন ইডেনের সামনে দিয়ে যাওয়ার সময় বেচারা ফ্লাড লাইটস দেখে খুব উত্তেজিত হয়ে বলেছিল- মা! আমায় একদিন নিয়ে আসবে…তাই আমন্ত্রণ পেয়ে আর বসে থাকতে পারিনি’।