এক সময় টলিপাড়ায় অন্যতম চর্চিত জুটি ছিলেন ‘রাজদীপ গুপ্ত’ (Tonni Laha Roy) এবং ‘তন্বী লাহা রায়’ (Rajdeep Gupta)। দুজনের প্রেমের (Love story) গল্পটা ছিল বরাবরই ছিল প্রকাশ্যেই। একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে শুরু করে জন্মদিনের ভালোবাসায় মোড়া পোস্ট, সবটাই ছিল খোলামেলা। এমনকি ব্যক্তিগত শোকের মুহূর্তেও একে অপরের ছায়াসঙ্গী হয়ে থেকেছেন তারা। সম্প্রতি দুজনেই মা হারিয়েছেন, সেই শূন্যতায় যেন একে অপরের আরও কাছাকাছি এনেছিল।
তাঁদের সম্পর্ক দেখে অনেকেই ভেবেছিলেন, এরা একে অপরের জীবনে দীর্ঘদিনের সঙ্গী হয়ে থাকবেন। কিন্তু হঠাৎ করেই যেন বদলে যায় ছবি। সমাজ মাধ্যমে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি একে একে উধাও হয়ে যায়! একে অপরকে ‘আনফলো’ করার ঘটনাও নজরে এসেছে ভক্তদের। এই ঘটনার পর থেকেই তাঁদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয় চারিদিকে। যদিও কোনও পক্ষ থেকেই সে বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি।

কিন্তু নীরবতাই যেন প্রশ্নগুলিকে আরও জোরালো করেছে। এর মধ্যেই অভিনেত্রী তন্বী লাহা রায় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেন, “নারী কখনোই এমন পুরুষকে পছন্দ করে না, যারা লুকিয়ে লুকিয়ে অন্য নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করে।” এই একটি বাক্যই একরাশ ইঙ্গিত দিয়ে দিয়েছে। ঠিক এর পরেই তন্বী আবারও একটি লেখা পোস্ট করেন, “সবাই জানতে চায়, আমার গল্পটা কি আমি বলব না? আমি উত্তর দেই – না থাক, ভগবান সব জানে।”
এরপরে অনেকেই মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে কি তবে রাজদীপের দিকেই আঙুল তুললেন অভিনেত্রী? তবে কি তাদের সম্পর্ক ভাঙার পেছনে রয়েছে কোন তৃতীয় ব্যক্তির হাত? যদিও তন্বী কারও নাম নেননি, কিন্তু অতীত সম্পর্কের প্রেক্ষাপটে এই পোস্ট অনেক কিছুই বলে দিচ্ছে। কারণ রাজদীপের নাম আগে অভিনেত্রী জেসমিনের সঙ্গেও জড়িয়েছিল, সেখানেও সম্পর্ক টেকেনি বেশি দিন। এরপর তন্বীর ধারাবাহিক শেষ হতেই একাকীত্বে ভুগতে শুরু করেন, ঠিক তখনই শুরু হয় এই সম্পর্ক।
আরও পড়ুনঃ ধানুর আ’ত্ম’হ’ত্যার অভিনয়! ফুলকির চালেই ফের মিল আদিত্য-ধানুর! গুরুদেবের ছদ্মবেশে রাজবাড়িতে ঢুকল রুদ্র! আসল সত্যি জানতে রুদ্রকে প্রণাম করল ছোট রানী! উত্তরাধিকারীর নাম শুনেই আতঙ্কিত রানী!
একাধিক মুহূর্তের ছবি মুছে দিয়ে সেই অধ্যায়ে ইতি টেনেছিলেন রাজদীপ। বর্তমানে তন্বীর সঙ্গেও সেই একই চিত্র চোখে পড়ছে। দুই সম্পর্কেই মিল পাওয়া যাচ্ছে, যা নতুন করে প্রশ্ন তুলছে রাজদীপের ব্যক্তিগত আচরণ নিয়ে। তবে যত বিতর্কই থাক, তন্বী বর্তমানে পেশাগত দিক থেকে বেশ ব্যস্ত। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপোড়েন থাকলেও, পেশাগতভাবে তিনি আরও এগিয়ে চলেছেন।