জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুটিং সেটেই হঠাৎ অসুস্থ ‘পরিনীতার’ দাদু! তড়িঘড়ি ভর্তি করা হলো হাসপাতালে! কেমন আছেন অভিনেতা সুব্রত গুহ রায়?

দীপাবলির দিন কাজের ব্যস্ততায় কাটিয়েছেন জনপ্রিয় অভিনেতা সুব্রত গুহ রায়। বাংলা ধারাবাহিক দুনিয়ায় যাঁকে সবাই বেশি চেনেন ‘অখিলেশ জেঠু’ নামেই, সেই প্রিয় মুখটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুটিং সেট থেকে ফিরে তীব্র পেটব্যথা নিয়ে এখন তিনি হাসপাতালে ভর্তি। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে ভুগছেন সহকর্মী থেকে দর্শক—সবাই।

দীপাবলির দিন সকালেই তিনি ছিলেন ‘পরিণীতা’ ধারাবাহিকের শুটিং সেটে। দীর্ঘক্ষণ কাজ করার পর দুপুরে বাড়ি ফিরে স্বাভাবিক ভাবেই মধ্যাহ্নভোজন করেন। কিন্তু এর পরেই ঘটে বিপত্তি। হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয়। প্রথমে সাধারণ গ্যাস্ট্রিক বা বদহজম বলে মনে হলেও, ধীরে ধীরে ব্যথা অসহ্য হয়ে ওঠে। ব্যথা ক্রমশ বাড়তে থাকলে পরিবারের সঙ্গে পরামর্শ করে ফোন করেন চিকিৎসক ভগিনীপতিকে। তাঁর পরামর্শেই দ্রুত একটি ইনজেকশন নেন তিনি এবং নিরাপত্তার স্বার্থে ভর্তি হন হাসপাতালে।

হাসপাতাল থেকেই আনন্দবাজার অনলাইনকে ফোনে বলেছেন এই জনপ্রিয় অভিনেতা। তাঁর কথায়, “আমাদের পরিবারে অনেকেই ডাক্তার। তাই ভেবেছিলাম সাধারণ সমস্যা। খাওয়া-দাওয়ার অনিয়ম হলে আগেও এমন হয়েছে। কিন্তু এইবার ব্যথাটা অস্বাভাবিক রকমের হয়ে যায়।” ইনজেকশন নেওয়ার পর ব্যথা কিছুটা কমলেও চিকিৎসকেরা কোনো ঝুঁকি নিতে চাননি। শুরু হয় বিভিন্ন পরীক্ষা। সিটি স্ক্যান থেকেও এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। চলছে স্যালাইন এবং ইনজেকশন। আপাতত তাঁকে দেওয়া হয়েছে তরল খাবার।

তবে পরিস্থিতি গুরুতর নয়, আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা। আরও দুদিন নজরদারিতে থাকতে হবে বলে জানানো হয়েছে অভিনেতাকে। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সুব্রত গুহ রায় বলেন, “অনেকেই ফোন করছেন, বার্তা পাঠাচ্ছেন। দর্শকদের এত ভালোবাসা পেয়ে সত্যিই আপ্লুত। সবাই আমাকে কখনও জেঠু, কখনও দাদু বলে ডাকেন। হঠাৎ আমাকে না দেখলে ভাবেন কোথায় গেলাম। তাই সবাইকে নিজের অবস্থাটা জানিয়ে দিলাম যাতে কেউ চিন্তা না করেন।”

ছোটপর্দায় সুব্রত গুহ রায়ের জনপ্রিয়তা প্রশ্নাতীত। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে তাঁর অখিলেশ জেঠু চরিত্রটি আজ প্রায় ঘরের মানুষ। নিজের অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মন জিতে নিয়েছেন আগেই। তাই তাঁর অসুস্থতায় শুটিং ফ্লোর যেমন অস্থির, তেমনই ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন ভক্তরাও। তিনি জানিয়েছেন, সুস্থ হয়ে খুব শিগগিরই কাজে ফিরতে চান।

শেষে অভিনেতা সকল শুভাকাঙ্ক্ষীর উদ্দেশে বলেন, “আমি ভালো আছি। চিকিৎসকরা যত্ন নিচ্ছেন। সবার কাছে শুধু প্রার্থনা চাই, যেন দ্রুত শুটিংয়ে ফিরতে পারি।” এখন সবাই একটাই প্রার্থনা করছেন—দ্রুত সুস্থ হয়ে পর্দায় যেন আবারও ফিরতে পারেন প্রিয় ‘অখিলেশ জেঠু’।

Piya Chanda

                 

You cannot copy content of this page