পুজোয় রোজ জমিয়ে খাওয়াদাওয়া হয়েছে? এবার বাঙালির চিরকালীন ভাত ও মাছের ঝোলে মন চাইছে? বাড়িতে বানিয়ে ফেলুন রুই মাছের পেঁয়াজি কালিয়া। রইল রেসিপি (Recipe)।
উপকরণ-
রুই মাছ, আলু, পেঁয়াজ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদাবাটা, ঘি, গরম মশলা।
প্রণালী-
প্রথমে রুইমাছ, আলু ও পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার কেটে নেওয়া মাছ সর্ষের তেল মাখিয়ে নুন দিয়ে ভেজে নিন। তেলের মধ্যে কেটে রাখা আলু খানিকক্ষণ ভাজুন। তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ভাজুন।
অপরদিকে, একটি পাত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে নিন। এবার কড়াইতে দিন তেজপাতা। কিছুক্ষণ কষিয়ে আদা বাটা দিয়ে কষতে থাকুন। কাঁচা আদার গন্ধ চলে গেলে বাটিতে গুলে রাখা মশলা দিয়ে দিন। ভাল করে কষে তেল ছেড়ে দিলে সামান্য জল দিয়ে নেড়েচেরে নিন। এবার নুন ও আলু সেদ্ধ হতে দিন।
আরও পড়ুনঃ ঝাল, ঝোল, ভাপা তো খেয়েছেন, ইলিশের রোস্ট খেয়েছেন কী? এই নতুন পদ মন কাড়বে আপনার
কড়াইতে দেখবেন জল শুকিয়ে এলে দেখবেন তেল ভেসে উঠেছে। এবার কড়াইতে দিয়ে দিন ঘি ও গরম মশলার গুঁড়ো। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিন ভেজে রাখা মাছ। মাছের মধ্যে ঝোল ঢুকে গেলে নামিয়ে পরিবেশন করুন রুই মাছের পেঁয়াজি কালিয়া।