জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দুপুরের গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের ভর্তা! একবার বানিয়ে দেখুন

ভাতের সঙ্গে ভর্তা মেখে খাওয়া বাঙালির অন্যতম ঐতিহ্য। সঙ্গে কাঁচালঙ্কা আর পেঁয়াজ। এই দুই খেলে মন, পেট দুইই ভরবে। আর বিশেষ করে ওপার বাংলায় ভর্তা আর‌ও বেশি জনপ্রিয়। ইলিশ মাছের লেজের ভর্তার মতো‌ চিংড়ি মাছের ভর্তাও ভীষণ জনপ্রিয়। ডাব চিংড়ি কিংবা মালাইকারি তো অনেক হল এবার বাড়িতে বানিয়ে ফেলুন এই মুখে জল আনা পদ।

উপকরণঃ ছোট চিংড়ি- ২৫০ গ্রাম, পেঁয়াজ- ২টি, আস্ত রসুন- ২টি, শুকনো লাল লঙ্কা- ৫/৬টি, কাঁচা লঙ্কা- ৫/৬টি (ঝাল স্বাদ অনুযায়ী), সর্ষের তেল- পরিমাণ মতো, নুন স্বাদ অনুযায়ী, ধনেপাতা।

রন্ধন প্রণালীঃ প্রথমেই চিংড়িমাছগুলো বেছে ভালো করে ধুয়ে নিন। নুন-হলুদ মাখিয়ে নিন। এবার পেঁয়াজ এবং রসুন ছোট ছোট টুকরো করে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে প্রথমে নুন-হলুদ মাখানো চিংড়ি মাছগুলো কিছুক্ষণ নরম করে ভেজে নিন। এবার তেলে টুকরো করা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে শিলে বা মিক্সিতে মিহি করে বেটে নিলেই তৈরি চিংড়িভর্তা। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।