জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাংলা টেলিভিশনের পর্দায় বড় চমক! পল্লবীর নতুন নায়ক এবার প্রতীক? কোন চ্যানেলে কোন ধারাবাহিকে ফিরেছেন দুজনে?

টেলিপাড়ায় ফের একবার গুঞ্জন শুরু হয়েছে—‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) -এর জনপ্রিয় অভিনেত্রী ‘পল্লবী শর্মা’ (Pallavi Sharma) আবার ফিরছেন নতুন রূপে, নতুন গল্পে। তবে এবার তার বিপরীতে নাকি দেখা যাবে ছোটপর্দার আরেক চেনা মুখ, ‘প্রতীক সেন’ (Pratik Sen) কে! একসময় ‘খোকাবাবু’ ধারাবাহিকে সৌজন্য চরিত্রে মন কেড়েছিলেন তিনি। দুই শক্তিশালী অভিনেতা-অভিনেত্রী যদি একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন, তবে দর্শকদের জন্য নিঃসন্দেহে বড় পাওনা হবে।

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে ক্ষোভ ঝেড়ে লেখা হয়েছে, “পল্লবীর কপালে সবসময় প্রতিপক্ষই জুটে আসে, আগে ছিল রুবেল, এখন প্রতীক!” যদিও এই মন্তব্যের পেছনে আবেগ কাজ করলেও, এটিই যেন ইঙ্গিত করছে—টিভি স্ক্রিনে আসতে চলেছে নতুন জুটি। প্রসঙ্গত পল্লবীর প্রথম হিট মেগা ছিল স্টার জলসার পর্দায় ‘কে আপন কে পর’, সেই সময় জি বাংলার পর্দায় চলছিল ‘যমুনা ঢাকি’ চার মুখ্য চরিত্রে ছিলেন রুবেল দাস।

একই সময় সম্প্রচারিত হওয়ায় দুটি ধারাবাহিকের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন চলে। পরবর্তীতে দুজনেই জুটি বেঁধে ফিরে আসেন জি বাংলার ‘নিম ফুলের মধুতে’। তখন আবার স্টার জলসায় প্রতিপক্ষ ধারাবাহিক হিসেবে ছিল প্রতীক সেনের ‘উড়ান’! এবার বারবার প্রতিপক্ষ অভিনেতার সাথে জুটি বাঁধাকে নিয়েই শুরু হয়েছে নতুন গুঞ্জন। তবে ইতিহাস সাক্ষী পল্লবী প্রতিদ্বন্দ্বি অভিনেতার সাথে যতবার জুটি বেঁধেছেন, দিয়েছেন এক সুপারহিট ধারাবাহিক!

পল্লবীর কোমল অভিব্যক্তি আর প্রতীকের দৃঢ় চোখের ভাষা—এই দুই বিপরীত স্বভাবের মেলবন্ধন দর্শকদের চমকে দেওয়ার মতোই। টেলিভিশনের দর্শকরা বরাবরই এক্সপেরিমেন্ট পছন্দ করেন। আর পুরনো তারকারা নতুন ফ্রেমে ধরা দিলে কৌতূহল বেড়ে যায় কয়েকগুণ। পল্লবী এবং প্রতীক, দুজনেই যেমন অভিনয়ে দক্ষ, তেমনই আলাদা আলাদা ধারাবাহিকে তাঁদের জনপ্রিয়তা প্রমাণিত। এখন দেখার, একসঙ্গে তাঁদের কেমিস্ট্রি কতটা জমে ওঠে।

নতুন ধারাবাহিক যদি সত্যি আসে, তবে সেটি যে প্রাইম টাইমে ঝড় তুলবে, তা বলাই বাহুল্য। তবে অনেকেই এই সম্ভাব্য জুটিকে ইতিমধ্যেই মানতে নারাজ। সমাজ মাধ্যমে কেউ কেউ বলছেন, “অর্গ্যানিক কিছুই নেই, মানতে পারছি না!” আসলে দীর্ঘদিনের অভ্যস্ত রসায়ন থেকে বেরিয়ে নতুন জুটিকে মেনে নিতে সময় লাগে। তার উপর পল্লবী এবং রুবেল দম্পতির অনস্ক্রিন রসায়নে অনেকেই নিজেকে খুঁজে পেতেন।

এখন প্রতীকের সঙ্গে জুটি হলে সেই মাপদণ্ডে তাঁদের মাপা হবেই। তবে এই মুহূর্তে যা কিছু ঘুরে বেড়াচ্ছে, তার সবটাই অনুমান নির্ভর। চ্যানেল বা সংশ্লিষ্ট প্রোডাকশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এটি যে শুধুই একটি ফ্যান বেসড স্পেকুলেশন, তা বলাই যায়। সত্যি সত্যি যদি এই নতুন জুটি পর্দায় আসে, তবে সেটিই হবে এই বছরের অন্যতম বড় টেলিভিশন চমক!

Piya Chanda