দুবাইয়ে আয়োজিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলা ও ওড়িয়া চলচ্চিত্র দুনিয়ার বহু তারকা সম্মানিত হয়েছেন। সেই মঞ্চেই পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু সেদিনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাঁর নাচ। পুরস্কারের চেয়ে বেশি নজর কাড়ে মঞ্চে করা তাঁর পারফরম্যান্স, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা।
একটি বিনোদন পেজ থেকে পোস্ট হওয়া ভিডিওতে দেখা যায়, সারারা চুড়িদার পরে খোলা চুলে ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গানে নাচছেন তিনি। নাচের মাঝে বারবার চুল সরাতে দেখা যায় অভিনেত্রীকে। এই দৃশ্য দেখে নেটিজেনদের নানা মজার মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। কেউ লিখেছেন, “এই নাচ দেখে হাসলেই ঠাকুর পাপ দেবে।” আবার কেউ বলেছেন, “উনি নাচ করছেন না, সার্কাস দেখাচ্ছেন।”
আরও অনেকে সমালোচনায় সরব হন। কেউ মনে করেন তাঁর নাচ নাকি “পাড়ার বিয়ের নাচের মতো”, কেউ আবার তুলনা করলেন স্কুলের বাচ্চাদের সঙ্গে। অভিনেত্রীর পোশাক নিয়েও কটাক্ষ করেন অনেকেই। কেউ কেউ তো এমনও বলেছেন যে পোশাকটা নাকি বেডশিটের মতো দেখাচ্ছিল। এমনই এক মন্তব্যে আবার অভয়া-কাণ্ডের প্রসঙ্গ তুলে তাঁকে নিয়ে ব্যঙ্গ করা হয়।
তবে নেটিজেনদের সমালোচনা থামলেও, সিনেমার পর্দায় কিন্তু এখনও দাপট বজায় রেখেছেন ঋতুপর্ণা। সদ্য মুক্তি পাওয়া ‘লক্ষীকান্তপুর লোকাল’ ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের ভালো লেগেছে। পাশাপাশি ‘বেলা’, ‘ম্যাডাম সেনগুপ্ত’, ‘পরিণীতা’, ‘অযোগ্য’, ‘গুডবাই মাউন্টেন’ সহ আরও কয়েকটি সিনেমা একের পর এক মুক্তি পাচ্ছে হলে।
আরও পড়ুনঃ বিয়ের দ্বিতীয় বছরে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মাখামাখি ছবি পোস্ট স্বর্ণদীপ্ত–অর্পিতার
তবু এখন আলোচনার কেন্দ্রে রয়ে গিয়েছে সেই দুবাইয়ের নাচের ভিডিও। অনেকেই মনে করছেন এটি হয়তো তাঁর ছোট্ট এক মজার পারফরম্যান্স ছিল। আবার নেটিজেনদের একাংশ বলছেন, ট্রোলের বন্যা নাকি পুরো অন্য গল্প বলছে। ঠিক কোনটা সত্যি, তা নিয়ে এখনো চলছে তুমুল বিতর্ক।
