জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Icche Putul: রূপ একটা আস্ত শয়তান! মেঘ ঠিক বলেছিল, ময়ূরী ভুল বুঝিয়েছিল! আজ সত্যি সামনে আনবে গিনি

এই মুহূর্তে বাঙালি দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিকের নাম অবশ্যই ইচ্ছে পুতুল (Icche Putul) । এই ধারাবাহিকটির জনপ্রিয়তা এখন ব্যাপক। বাঙালি দর্শকের কাছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু ব্যাপক। দর্শকরা ধারাবাহিকটি দেখতে দারুন রকম পছন্দ করেন। আর যে কারণেই এই সাফল্য‌।

বলাই বাহুল্য, এই ধারাবাহিকের টিআরপি সাফল্যের কারণে বাঙালি দর্শকরা এই ধারাবাহিকটি দেখার প্রতি এতটা আগ্রহী হয়ে উঠেছেন আর যার ফলে এই ধারাবাহিকের টাইম স্লট পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই ধারাবাহিক যাতে জি বাংলার আরও একটি টিআরপি সফল ধারাবাহিক হয়ে উঠতে পারে সেই কারণে পরিবর্তিত হয়েছে ধারাবাহিকের স্লট।

উল্লেখ্য, আগে এই ধারাবাহিকটি স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের স্লটে সপ্তাহে মাত্র চার দিন সম্প্রচারিত হচ্ছিল। আর কম দিন সংখ্যা নিয়েই পাঁচের বেশি টিআরপি দিচ্ছিল এই ধারাবাহিকটি।‌ আর তাই এই ধারাবাহিকের টিআরপি নম্বর যাতে আরও ভালো হয় সেই জন্য তোমাদের রানীর স্লটে নিয়ে আসা হয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটিকে।

ধারাবাহিক প্রেমীদের মুখে মুখে এখন এই ধারাবাহিক নিয়ে চর্চা। এই মুহূর্তে টানটান উত্তেজনায় ভরা সব প্লট চলছে ইচ্ছে পুতুলে। মেঘ সৌরনীল ময়ূরীর গল্প যেমন জমাটি হয়ে উঠেছে তেমনি জমে উঠেছে রূপ গিনির গল্প। কবে রূপের কলঙ্কিত চেহারা সবার সামনে আসবে সেটাই এখন দেখতে উদগ্রীব দর্শকরা।

ছলনা করে গিনির সঙ্গে বিয়ে করে নিয়েছে রূপ। শুধুমাত্র বাবার সম্পত্তি পাওয়ার জন্য এই কাজ করেছে সে। বিয়ের পর থেকে এই রূপের হাতে অত্যাচারিত হয়ে চলেছে গিনি। প্রথমে সে ভেবেছিল সে রূপকে হয়তো ঠিক করে নিতে পারবে। কিন্তু রূপকে সঠিক পথে আনা সম্ভব নয় তা বুঝতে পেরেছে সে।

আরও পড়ুন: অনুরাগের ছোঁয়া, ইচ্ছে পুতুল বা নিম ফুলের মধু- সর্বত্র‌ই বর নিয়ে কাড়াকাড়ি! বাংলা ধারাবাহিকের নতুন ট্রেন্ড কি অধঃপতনে ঠেলছে সমাজকে?

জীবনে একটা ভুল করেছে সে আর সেই ভুলটাই এবার শুধরে নিতে চায় সে আর তাই রূপের সত্যি সবার সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সে। রূপ আদতে একটা আস্ত শয়তান সেটা সে এবার তার বাড়ির লোকেদের জানিয়ে দেবে বলে মনস্থির করেছে।‌ সে এটাও জানিয়ে দেবে মেঘ সত্যি কথা বলেছিল ভুল বুঝিয়েছিল ময়ূরী।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page